
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’

নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৮ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৮ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১২ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৪ ঘণ্টা আগে