Ajker Patrika

ন্যাটোর হাতেও রক্তের দাগ: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

ন্যাটোর হাতেও রক্তের দাগ: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

ইউক্রেনে সাধারণ মানুষ হতাহতের পেছনে ন্যাটোকেও দায়ী করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী অলহা স্টেফানিশিনা। 

বিবিসির রেডিও ফোরের ওয়ার্ল্ড টুনাইট প্রোগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে উপপ্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানানো হয়েছিল। কিন্তু ন্যাটো এ আহ্বানে সাড়া দেয়নি। ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির জন্য ন্যাটোরও কিছুটা দায় আছে। 

সাক্ষাৎকারে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেন, শুধু এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে সাধারণ মানুষ এবং শিশুদের প্রাণ দিতে হচ্ছে, এটা খুবই অমানবিক। 

অলহা স্টেফানিশিনা বলেন, ‘এই বেসামরিকদের রক্ত—এর মধ্যে গতকাল জন্মানো শিশুটির বাবা-মাও ভারী গোলার আঘাতে প্রাণ হারিয়েছে—শুধু রাশিয়া তাদের খুন করেছে এমন নয়।’ 

উপপ্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কথাবার্তায় কূটনৈতিক কৌশল অবলম্বন না করায় ক্ষমাও চান অলহা স্টেফানিশিনা। তিনি বলেন, আমি যেখানে বসে কথা বলছি সেটি মূলত বোমা হামলা থেকে বাঁচতে বানানো একটি আশ্রয়কেন্দ্র। 

উল্লেখ্য, বেসামরিক প্রাণহানি রোধে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছিল ইউক্রেন। কিন্তু এতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বাহিনীর সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তাবে সায় দেয়নি ন্যাটো জোটের সদস্য দেশগুলো। এতে পশ্চিমা বাহিনীকে সরাসরি রুশ বিমানবাহিনীর সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া হবে বলে তাঁরা মনে করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত