
রাশিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংঘাত সমাধানের পরিকল্পনা শুনতে আগ্রহী, তবে এখনো কোনো স্পষ্ট প্রস্তাব পায়নি। এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবেন। তবে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ট্রাম্প বা তার দলের সঙ্গে মস্কোর এ বিষয়ে কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন র্যাবকভ।
উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের প্রস্তাবগুলো পরীক্ষা করবে, তবে মস্কো তার প্রধান জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপস করবে না।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং কিয়েভের মধ্যে আপসের সম্ভাবনা এখন শূন্য। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।’
রাশিয়ার এই মন্ত্রী আরও বলেন, ‘কিয়েভের লোকজন যখন বুঝতে শুরু করবে যে, রাশিয়া তাদের প্রস্তাবিত পথে যাবে না—তখনই হয়তো নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া ও পশ্চিমের মধ্যে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা স্নায়ুযুদ্ধের শীর্ষ সময়ের চেয়েও নজিরবিহীন পর্যায়ে রয়েছে।’ তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি দিন দিন বাড়ছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কোনো ‘জাদুকরী সমাধান’ নেই এবং পশ্চিমাদের সাধারণ জ্ঞান, সংযম এবং ‘স্থিতিশীল বিশ্লেষণের’ অভাব আছে। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ রক্ষার দৃঢ় সংকল্পকে তারা অবমূল্যায়ন করছে।
র্যাবকভ বলেন, ‘আমরা আমাদের সংবেদনশীলতা হারাইনি। আমরা কোনো প্ররোচনায় পা দেব না।’ তিনি যোগ করেন, ‘রাশিয়ার সহনশীলতা ও দৃঢ় ইচ্ছা যা দিয়ে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, আমেরিকা যত অর্থই খরচ করুক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন কী করতে চায়। আমরা সেখানে জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র মস্কোকে সীমাহীন চাপ দেওয়ার কৌশল থেকে সরে না আসে, তবে রাশিয়া আরও শক্তিশালী সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হতে পারে।’

রাশিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংঘাত সমাধানের পরিকল্পনা শুনতে আগ্রহী, তবে এখনো কোনো স্পষ্ট প্রস্তাব পায়নি। এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবেন। তবে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ট্রাম্প বা তার দলের সঙ্গে মস্কোর এ বিষয়ে কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন র্যাবকভ।
উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের প্রস্তাবগুলো পরীক্ষা করবে, তবে মস্কো তার প্রধান জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপস করবে না।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং কিয়েভের মধ্যে আপসের সম্ভাবনা এখন শূন্য। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।’
রাশিয়ার এই মন্ত্রী আরও বলেন, ‘কিয়েভের লোকজন যখন বুঝতে শুরু করবে যে, রাশিয়া তাদের প্রস্তাবিত পথে যাবে না—তখনই হয়তো নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া ও পশ্চিমের মধ্যে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা স্নায়ুযুদ্ধের শীর্ষ সময়ের চেয়েও নজিরবিহীন পর্যায়ে রয়েছে।’ তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি দিন দিন বাড়ছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কোনো ‘জাদুকরী সমাধান’ নেই এবং পশ্চিমাদের সাধারণ জ্ঞান, সংযম এবং ‘স্থিতিশীল বিশ্লেষণের’ অভাব আছে। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ রক্ষার দৃঢ় সংকল্পকে তারা অবমূল্যায়ন করছে।
র্যাবকভ বলেন, ‘আমরা আমাদের সংবেদনশীলতা হারাইনি। আমরা কোনো প্ররোচনায় পা দেব না।’ তিনি যোগ করেন, ‘রাশিয়ার সহনশীলতা ও দৃঢ় ইচ্ছা যা দিয়ে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, আমেরিকা যত অর্থই খরচ করুক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন কী করতে চায়। আমরা সেখানে জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র মস্কোকে সীমাহীন চাপ দেওয়ার কৌশল থেকে সরে না আসে, তবে রাশিয়া আরও শক্তিশালী সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হতে পারে।’

নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না— এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন
২ মিনিট আগে
রাজনৈতিক ক্ষেত্রে নমনীয়তা মানেই আদর্শের সঙ্গে আপস নয় বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী রাখার স্বার্থে প্রয়োজন হলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে প্রস্তুত।
৩৭ মিনিট আগে
ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্র এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সিরিয়ার আলেপ্পো শহর থেকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সর্বশেষ যোদ্ধাটিও আজ রোববার বিদায় নিয়েছে। দীর্ঘ কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আখবারিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগে