
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম দিন সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এমন দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সৈন্যদলের জন্য নির্ধারিত প্রথম দিনের সব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইগর কোনাশেনকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনী প্রথম দিনের অভিযানে ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, দিনের শুরু থেকে রাশিয়া ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাজার হাজার সৈন্য কিয়েভ ঘিরে ফেলেছে। দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগর এবং দক্ষিণ-পূর্বে আজভ সাগর থেকে উপকূলে সৈন্য অবতরণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর-পূর্বে সুমি ও খারকিভ এবং দক্ষিণে খেরসন ও ওডেসা অঞ্চলে ভয়াবহ লড়াই হয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে ইউক্রেনের মাটিতে যা ঘটেছে তা খুবই ভয়াবহ।
ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের একজন উপদেষ্টা জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানী থেকে মাত্র ৯০ কিলোমিটার উত্তরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের হোস্টোমেল বিমানবন্দর দখল করেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের তাদের দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত যে কাউকে অস্ত্র দেওয়া হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পর ৩০ লাখ মানুষের শহর কিয়েভ গুলি ও বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শহর ছেড়ে পালাতে যাওয়া মানুষের ভিড়ে শহরের বাইরের মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। মস্কোর ব্যবসায়ীদের উদ্দেশে পুতিন বলেছেন, হামলা করা ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম দিন সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এমন দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সৈন্যদলের জন্য নির্ধারিত প্রথম দিনের সব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইগর কোনাশেনকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনী প্রথম দিনের অভিযানে ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, দিনের শুরু থেকে রাশিয়া ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাজার হাজার সৈন্য কিয়েভ ঘিরে ফেলেছে। দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগর এবং দক্ষিণ-পূর্বে আজভ সাগর থেকে উপকূলে সৈন্য অবতরণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর-পূর্বে সুমি ও খারকিভ এবং দক্ষিণে খেরসন ও ওডেসা অঞ্চলে ভয়াবহ লড়াই হয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে ইউক্রেনের মাটিতে যা ঘটেছে তা খুবই ভয়াবহ।
ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের একজন উপদেষ্টা জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানী থেকে মাত্র ৯০ কিলোমিটার উত্তরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের হোস্টোমেল বিমানবন্দর দখল করেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের তাদের দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত যে কাউকে অস্ত্র দেওয়া হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পর ৩০ লাখ মানুষের শহর কিয়েভ গুলি ও বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শহর ছেড়ে পালাতে যাওয়া মানুষের ভিড়ে শহরের বাইরের মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। মস্কোর ব্যবসায়ীদের উদ্দেশে পুতিন বলেছেন, হামলা করা ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৫ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে