
মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দায় স্বীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির ভেতরে গত দুই দশকের মধ্যে চালানো সবচেয়ে মারাত্মক হামলায় এ পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সোভিয়েত যুগের রক ব্যান্ড পিকনিকের ‘অ্যাফ্রেইড অব নাথিং’ কনসার্ট শুরুর ঠিক আগে গত শুক্রবার রাতে চারজন অস্ত্রধারী ক্রোকাস সিটি হলে ঢুকে পড়ে গুলি চালায়। সন্ত্রাসবাদের অভিযোগে এই চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস এই চারজনকে মস্কোর বাসমানি জেলা আদালতে আলাদা আলাদা প্রকোষ্ঠে রেখেছে। এদের মধ্যে অন্তত একজন তাজিকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীর এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে বলেছে যে, তারা বিশ্বাস করে যে আইএস এই হামলা করেছে। জঙ্গি গোষ্ঠীটি একটি ফুটেজও প্রকাশ করে সেটিকে হামলার ফুটেজ বলে দাবি করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, তারা এই মাসের শুরুতে আসন্ন হামলা সম্পর্কে রুশ গোয়েন্দাদের সতর্ক করেছিল।
কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে হামলাকারীদের ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর বলে উল্লেখ করেননি। বরং, হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেছেন যে, তারা ইউক্রেনে পালানোর চেষ্টা করছিল।
পুতিন বলেছেন, ইউক্রেনের কিছু লোক হামলাকারীদের রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে ইউক্রেন এই হামলায় কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। কনসার্ট হলে হামলার দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে পুতিনকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিতে চাওয়া ইসলামিক স্টেট আইএস কনসার্ট হলে হামলা করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রশ্নের সম্মুখীন করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। কমসোমলস্কায়া প্রাভদা সংবাদপত্রের জন্য একটি নিবন্ধে তিনি বলেছেন, ‘হোয়াইট হাউসের কাছে একটি প্রশ্ন—আপনারা কি নিশ্চিত যে এটি আইএসআইএসের কাজ? এ নিয়ে আপনাদের কি আরেকটু ভাবা উচিত না?’
জাখারোভা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের অবস্থান লুকানোর জন্য ইসলামিক স্টেটের একটি ভয়ংকর গল্প ছড়াচ্ছে। পাঠকদের মনে করিয়ে দিচ্ছি, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর সঙ্গে লড়াই করা ‘মুজাহিদিন’ যোদ্ধাদের সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র।
দুই মার্কিন কর্মকর্তা গত শুক্রবার বলেছিলেন যে, ইসলামিক স্টেটের দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ।

মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দায় স্বীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির ভেতরে গত দুই দশকের মধ্যে চালানো সবচেয়ে মারাত্মক হামলায় এ পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সোভিয়েত যুগের রক ব্যান্ড পিকনিকের ‘অ্যাফ্রেইড অব নাথিং’ কনসার্ট শুরুর ঠিক আগে গত শুক্রবার রাতে চারজন অস্ত্রধারী ক্রোকাস সিটি হলে ঢুকে পড়ে গুলি চালায়। সন্ত্রাসবাদের অভিযোগে এই চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস এই চারজনকে মস্কোর বাসমানি জেলা আদালতে আলাদা আলাদা প্রকোষ্ঠে রেখেছে। এদের মধ্যে অন্তত একজন তাজিকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীর এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে বলেছে যে, তারা বিশ্বাস করে যে আইএস এই হামলা করেছে। জঙ্গি গোষ্ঠীটি একটি ফুটেজও প্রকাশ করে সেটিকে হামলার ফুটেজ বলে দাবি করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, তারা এই মাসের শুরুতে আসন্ন হামলা সম্পর্কে রুশ গোয়েন্দাদের সতর্ক করেছিল।
কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে হামলাকারীদের ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর বলে উল্লেখ করেননি। বরং, হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেছেন যে, তারা ইউক্রেনে পালানোর চেষ্টা করছিল।
পুতিন বলেছেন, ইউক্রেনের কিছু লোক হামলাকারীদের রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে ইউক্রেন এই হামলায় কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। কনসার্ট হলে হামলার দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে পুতিনকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিতে চাওয়া ইসলামিক স্টেট আইএস কনসার্ট হলে হামলা করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রশ্নের সম্মুখীন করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। কমসোমলস্কায়া প্রাভদা সংবাদপত্রের জন্য একটি নিবন্ধে তিনি বলেছেন, ‘হোয়াইট হাউসের কাছে একটি প্রশ্ন—আপনারা কি নিশ্চিত যে এটি আইএসআইএসের কাজ? এ নিয়ে আপনাদের কি আরেকটু ভাবা উচিত না?’
জাখারোভা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের অবস্থান লুকানোর জন্য ইসলামিক স্টেটের একটি ভয়ংকর গল্প ছড়াচ্ছে। পাঠকদের মনে করিয়ে দিচ্ছি, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর সঙ্গে লড়াই করা ‘মুজাহিদিন’ যোদ্ধাদের সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র।
দুই মার্কিন কর্মকর্তা গত শুক্রবার বলেছিলেন যে, ইসলামিক স্টেটের দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ।

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
৭ মিনিট আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
১০ মিনিট আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৪ ঘণ্টা আগে