Ajker Patrika

সব পুরুষকে যুদ্ধের প্রশিক্ষণ দেবে পোল্যান্ড

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, তাঁর দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ওই ঘোষণা দেন। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে।

ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়।’

টাস্ক উল্লেখ করেন, বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা ৮ লাখ, আর রাশিয়ার ১৩ লাখ। তুলনামূলকভাবে পোল্যান্ডের সামরিক বাহিনীর বর্তমান সদস্যসংখ্যা ২ লাখ। তবে এই সংখ্যা ৫ লাখে উন্নীত করার পরিকল্পনা করছেন তিনি।

পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য পোল্যান্ডে পাঁচ লাখের সেনাবাহিনী গঠন করা, যার মধ্যে রিজার্ভ বাহিনীও থাকবে।’

তিনি জানান—শুধু রিজার্ভ সেনা নয়, বরং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যারা সরাসরি সেনাবাহিনীতে যোগ দেবে না, তাদেরও দক্ষ যোদ্ধা হিসেবে প্রস্তুত করা হবে। এ ছাড়া নারীদেরও সামরিক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। যদিও এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যুদ্ধ এখনো অনেকাংশেই পুরুষদের বিষয়।’

টাস্ক জানান, পোল্যান্ড বর্তমানে জিডিপির ৪.৭ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করছে, যা ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ব্যয় বাড়িয়ে পাঁচ শতাংশে নিয়ে যেতে হবে বলেও মত দেন তিনি।

পোল্যান্ডের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির এই পদক্ষেপ রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারই প্রতিফলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত