
১৬ বছর বয়সী শাওডেন আত্মহত্যা করেছিলেন। কিন্তু আত্মহত্যার পর দত্তক নেওয়া বাবা-মা তাঁর মরদেহটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আসল বাবা।
চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে শাওডেনের প্রকৃত বাবা সান জানান, মেয়েকে ‘ভূত বধূ’ হিসেবে চীনা মুদ্রায় ৬৬ হাজার ইউয়ানে বিক্রি করে দেন তাঁর পালক বাবা-মা। বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখেরও বেশি টাকা।
শাওডেনের মরদেহ বিক্রি করা ও এ উদ্দেশে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কারণ একটি প্রাচীন ঐতিহ্য এবং বর্তমান আইনি কাঠামোর জটিলতা এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূতের বিয়ে’র মতো একটি প্রথা চীনা সমাজে ৩ হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত আছে। এই প্রথার মাধ্যমে মূলত মৃত নারী-পুরুষকে বিয়ে দিয়ে জীবিত স্বজনেরা পারিবারিক বন্ধন তৈরি করে। আর যে দুজনকে বিয়ে দেওয়া হয় তাদেরকে ‘ভূত দম্পতি’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
এই ঐতিহ্যের লক্ষ্য হলো—অবিবাহিত অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের বিয়ে দিয়ে পরকালে তাঁদের জন্য আশীর্বাদ নিশ্চিত করা। আধুনিক সমাজে বিষয়টি অনেক সমালোচনার জন্ম দিলেও এই ঐতিহ্য চীনের গ্রামীণ ও স্বল্প উন্নত অঞ্চলগুলোতে এখনো টিকে আছে। আর সাংস্কৃতিক ঐতিহ্য অনুশীলনের ভারসাম্য ধরে রাখতে বর্তমান আইনেও এ ধরনের কিছু বিষয়কে এখনো বৈধতা দিয়ে আসছে চীনের সরকার।
মরদেহ বিক্রির পর শাওডেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বাবা সানের অভিযোগ, মরদেহটি যারা কিনেছেন তাঁরা মৃত স্বজনের সঙ্গে শাওডেনকে বিয়ে দিয়েছেন।
এ অবস্থায় মরদেহটি বিক্রি করা পালক বাবা-মায়ের বিরুদ্ধে সানের অভিযোগ প্রচলিত প্রথাটির যৌক্তিকতা নিয়ে আবারও আলোচনার সূত্রপাত করেছে চীনা সমাজে।

১৬ বছর বয়সী শাওডেন আত্মহত্যা করেছিলেন। কিন্তু আত্মহত্যার পর দত্তক নেওয়া বাবা-মা তাঁর মরদেহটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আসল বাবা।
চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে শাওডেনের প্রকৃত বাবা সান জানান, মেয়েকে ‘ভূত বধূ’ হিসেবে চীনা মুদ্রায় ৬৬ হাজার ইউয়ানে বিক্রি করে দেন তাঁর পালক বাবা-মা। বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখেরও বেশি টাকা।
শাওডেনের মরদেহ বিক্রি করা ও এ উদ্দেশে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কারণ একটি প্রাচীন ঐতিহ্য এবং বর্তমান আইনি কাঠামোর জটিলতা এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূতের বিয়ে’র মতো একটি প্রথা চীনা সমাজে ৩ হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত আছে। এই প্রথার মাধ্যমে মূলত মৃত নারী-পুরুষকে বিয়ে দিয়ে জীবিত স্বজনেরা পারিবারিক বন্ধন তৈরি করে। আর যে দুজনকে বিয়ে দেওয়া হয় তাদেরকে ‘ভূত দম্পতি’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
এই ঐতিহ্যের লক্ষ্য হলো—অবিবাহিত অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের বিয়ে দিয়ে পরকালে তাঁদের জন্য আশীর্বাদ নিশ্চিত করা। আধুনিক সমাজে বিষয়টি অনেক সমালোচনার জন্ম দিলেও এই ঐতিহ্য চীনের গ্রামীণ ও স্বল্প উন্নত অঞ্চলগুলোতে এখনো টিকে আছে। আর সাংস্কৃতিক ঐতিহ্য অনুশীলনের ভারসাম্য ধরে রাখতে বর্তমান আইনেও এ ধরনের কিছু বিষয়কে এখনো বৈধতা দিয়ে আসছে চীনের সরকার।
মরদেহ বিক্রির পর শাওডেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বাবা সানের অভিযোগ, মরদেহটি যারা কিনেছেন তাঁরা মৃত স্বজনের সঙ্গে শাওডেনকে বিয়ে দিয়েছেন।
এ অবস্থায় মরদেহটি বিক্রি করা পালক বাবা-মায়ের বিরুদ্ধে সানের অভিযোগ প্রচলিত প্রথাটির যৌক্তিকতা নিয়ে আবারও আলোচনার সূত্রপাত করেছে চীনা সমাজে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৮ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে