আজকের পত্রিকা ডেস্ক

ভারী বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রীলঙ্কায় তৈরি হয়েছে লবণের তীব্র সংকট। সমুদ্রঘেরা এই দ্বীপরাষ্ট্রে লবণের অভাবে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। কিন্তু এই অর্থ দিয়েও লবণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। বাধ্য হয়ে উপকূলীয় অঞ্চলগুলোর কেউ কেউ সমুদ্র থেকে সংগ্রহ করা পানি ফুটিয়ে লবন বের করার চেষ্টা করছেন।
আজ বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও সূর্যের আলোর অভাবে হামবানটোটা, এলিফ্যান্ট পাস ও পুট্টালাম এলাকার লবণ চাষে বড় ধরনের ব্যাঘাত ঘটে। শুধু গত সপ্তাহেই ভারী বৃষ্টিতে প্রায় ১৫ হাজার টন সংগ্রহকৃত লবণ ধুয়ে গেছে বলে জানিয়েছেন পুট্টালামের লবণ উৎপাদকেরা। ৫০ কেজির একটি লবণের বস্তার দাম চারগুণ ছাড়িয়ে গেছে।
শ্রীলঙ্কায় সাধারণত বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার টন লবণের চাহিদা থাকে। গত এক বছরে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ১ লাখ টনের বেশি লবণ উৎপাদন হলেও, তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। পুট্টালাম অঞ্চল একাই দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ লবণ উৎপাদন করে থাকে।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি জানিয়ে ডেইলি মিরর সম্পাদক জামিলা হোসেইন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘লবণের চরম সংকট চলছে। সুপারমার্কেটের তাকগুলো ফাঁকা হয়ে গেছে, ভোক্তারা হতাশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির এক বাসিন্দা বলেন, ‘গত কয়েক দিন ধরে লবণের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। শেষ পর্যন্ত বোড়ালাসগামুয়া শহরে গিয়ে লবণ পেয়েছি।’
ড. চন্দনা বিক্রমসিংহ লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাত-তরকারিও আজ হুমকির মুখে। দুর্ভাগ্য যে, সমুদ্রবেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র হয়েও আমরা বারবার লবণের মতো মৌলিক উপকরণের জন্য ভারতসহ বাইরের দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি।’
শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী ওয়াসান্তা সমারাসিংহে জানিয়েছেন, ভারত থেকে ৩ হাজার ৫০ টন লবণের একটি চালান বুধবার শ্রীলঙ্কায় পৌঁছাবে। এর আগে ১২ হাজার ৫০০ টনের একটি চালান আনা হয়েছিল।
মন্ত্রী বলেন, ‘আমরা স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে আমদানি বন্ধ রেখেছিলাম। মার্চ ও মে মাসে ভালো উৎপাদনের আশায় ছিল সবাই। কিন্তু মে মাসেও বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। তাই বাধ্য হয়েই আমদানি করতে হয়েছে।’
শ্রীলঙ্কা এখনো ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সেই সময় বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ও কয়লা আমদানি করতে পারেনি। এ অবস্থায় লবণের এই সংকট দেশটির জন্য আরেকটি নতুন আঘাত হয়ে এসেছে।

ভারী বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রীলঙ্কায় তৈরি হয়েছে লবণের তীব্র সংকট। সমুদ্রঘেরা এই দ্বীপরাষ্ট্রে লবণের অভাবে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। কিন্তু এই অর্থ দিয়েও লবণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। বাধ্য হয়ে উপকূলীয় অঞ্চলগুলোর কেউ কেউ সমুদ্র থেকে সংগ্রহ করা পানি ফুটিয়ে লবন বের করার চেষ্টা করছেন।
আজ বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও সূর্যের আলোর অভাবে হামবানটোটা, এলিফ্যান্ট পাস ও পুট্টালাম এলাকার লবণ চাষে বড় ধরনের ব্যাঘাত ঘটে। শুধু গত সপ্তাহেই ভারী বৃষ্টিতে প্রায় ১৫ হাজার টন সংগ্রহকৃত লবণ ধুয়ে গেছে বলে জানিয়েছেন পুট্টালামের লবণ উৎপাদকেরা। ৫০ কেজির একটি লবণের বস্তার দাম চারগুণ ছাড়িয়ে গেছে।
শ্রীলঙ্কায় সাধারণত বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার টন লবণের চাহিদা থাকে। গত এক বছরে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ১ লাখ টনের বেশি লবণ উৎপাদন হলেও, তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। পুট্টালাম অঞ্চল একাই দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ লবণ উৎপাদন করে থাকে।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি জানিয়ে ডেইলি মিরর সম্পাদক জামিলা হোসেইন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘লবণের চরম সংকট চলছে। সুপারমার্কেটের তাকগুলো ফাঁকা হয়ে গেছে, ভোক্তারা হতাশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির এক বাসিন্দা বলেন, ‘গত কয়েক দিন ধরে লবণের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। শেষ পর্যন্ত বোড়ালাসগামুয়া শহরে গিয়ে লবণ পেয়েছি।’
ড. চন্দনা বিক্রমসিংহ লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাত-তরকারিও আজ হুমকির মুখে। দুর্ভাগ্য যে, সমুদ্রবেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র হয়েও আমরা বারবার লবণের মতো মৌলিক উপকরণের জন্য ভারতসহ বাইরের দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি।’
শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী ওয়াসান্তা সমারাসিংহে জানিয়েছেন, ভারত থেকে ৩ হাজার ৫০ টন লবণের একটি চালান বুধবার শ্রীলঙ্কায় পৌঁছাবে। এর আগে ১২ হাজার ৫০০ টনের একটি চালান আনা হয়েছিল।
মন্ত্রী বলেন, ‘আমরা স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে আমদানি বন্ধ রেখেছিলাম। মার্চ ও মে মাসে ভালো উৎপাদনের আশায় ছিল সবাই। কিন্তু মে মাসেও বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। তাই বাধ্য হয়েই আমদানি করতে হয়েছে।’
শ্রীলঙ্কা এখনো ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সেই সময় বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ও কয়লা আমদানি করতে পারেনি। এ অবস্থায় লবণের এই সংকট দেশটির জন্য আরেকটি নতুন আঘাত হয়ে এসেছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
১৬ মিনিট আগে
প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে