
আগামী ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের ১ বছর পূর্তি হবে। ঠিক তার মাত্র দুদিন আগে বিরল এক সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেছে দেশটি বেশ কয়েকজন নারী। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কাবুলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই মিছিলটিতে অংশ নেন প্রায় ৪০ জন নারী। মিছিলটি ছত্রভঙ্গ করতে এতে ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি নারীদের রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবান বাহিনীর বিরুদ্ধে।
এর আগে, বিক্ষোভরত নারীরা ১৫ আগস্টকে কালো দিন উল্লেখ করে নিজেদের কাজ করার অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দাবি জানান। স্লোগানে নারীরা সব আফগান নারীদের জন্য ‘খাদ্য, কর্ম এবং স্বাধীনতা’ প্রদানের মাধ্যমে তাদের প্রতি ন্যায় বিচারের দাবি জানায় তালেবান সরকারের প্রতি। মিছিলে নারীদের শিক্ষার বাধা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় মিছিল আসা অধিকাংশ নারীকেই মুখমণ্ডল অনাবৃত রেখেই মিছিল করতে দেখা যায়।
এ ছাড়া, মিছিলে ওই নারীরা ‘১৫ আগস্ট কালো দিন’, ‘বিচার চাই, বিচার চাই। আমরা উপেক্ষার শিকার হতে চাই না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হঠাৎ আফগান গোয়েন্দা বিভাগের লোকজন এসে মিছিলে মারধর শুরু করে এবং ফাঁকা গুলি ছুড়ে। এই বিষয়ে, বিক্ষোভকারীদের একজন জুলিয়া পারসি বলেন, ‘দুঃখজনকভাবে তালেবান গোয়েন্দা বিভাগের লোকজন ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।’
দেশটিতে গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় গ্রহণের পর শিক্ষা, কর্ম, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে সীমিত করে, পাশাপাশি আরোপ করে বিভিন্ন বিধি-নিষেধ। তখন থেকেই নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে তারা।

আগামী ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের ১ বছর পূর্তি হবে। ঠিক তার মাত্র দুদিন আগে বিরল এক সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেছে দেশটি বেশ কয়েকজন নারী। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কাবুলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই মিছিলটিতে অংশ নেন প্রায় ৪০ জন নারী। মিছিলটি ছত্রভঙ্গ করতে এতে ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি নারীদের রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবান বাহিনীর বিরুদ্ধে।
এর আগে, বিক্ষোভরত নারীরা ১৫ আগস্টকে কালো দিন উল্লেখ করে নিজেদের কাজ করার অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দাবি জানান। স্লোগানে নারীরা সব আফগান নারীদের জন্য ‘খাদ্য, কর্ম এবং স্বাধীনতা’ প্রদানের মাধ্যমে তাদের প্রতি ন্যায় বিচারের দাবি জানায় তালেবান সরকারের প্রতি। মিছিলে নারীদের শিক্ষার বাধা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় মিছিল আসা অধিকাংশ নারীকেই মুখমণ্ডল অনাবৃত রেখেই মিছিল করতে দেখা যায়।
এ ছাড়া, মিছিলে ওই নারীরা ‘১৫ আগস্ট কালো দিন’, ‘বিচার চাই, বিচার চাই। আমরা উপেক্ষার শিকার হতে চাই না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হঠাৎ আফগান গোয়েন্দা বিভাগের লোকজন এসে মিছিলে মারধর শুরু করে এবং ফাঁকা গুলি ছুড়ে। এই বিষয়ে, বিক্ষোভকারীদের একজন জুলিয়া পারসি বলেন, ‘দুঃখজনকভাবে তালেবান গোয়েন্দা বিভাগের লোকজন ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।’
দেশটিতে গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় গ্রহণের পর শিক্ষা, কর্ম, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে সীমিত করে, পাশাপাশি আরোপ করে বিভিন্ন বিধি-নিষেধ। তখন থেকেই নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পতনের মুখে’ আছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরান কোনোভাবেই ধ্বংসাত্মক তৎপরতা বা বিদেশি শক্তির...
২১ মিনিট আগে
চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে, জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, জাপানের তথাকথিত ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে...
১ ঘণ্টা আগে
ইরানের রাজপথে এখন শুধু স্লোগান নয়, ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নতুন নতুন ভাষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, এক্স, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— ইরানি নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইরানের টালমাটাল পরিস্থিতির মধ্যে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দ্য হিউ হিউইট শো নামে এক পডকাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি তাঁকে দেখেছি।
২ ঘণ্টা আগে