
জলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়, যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাফিকটিতে ১৯৪০ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রার দৈনিক পরিবর্তন দেখানো হয়েছে, যা প্রাক্-শিল্পযুগের তুলনায় বেড়েই চলেছে। চিত্রটি বাইরের দিকে স্পাইরাল আকৃতিতে যতই প্রসারিত হচ্ছে, এটি ততই আরও লালচে হয়ে উঠেছে। এটি বৈশ্বিক তাপমাত্রার দ্রুত বৃদ্ধিকে নির্দেশ করছে।
বহুজাতিক আইরিশ-মার্কিন কোম্পানি স্ট্রাইপ-এর জলবায়ু গবেষণা দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হাউসফাদার। পাশাপাশি তিনি ‘বার্কলে আর্থ’-এরও একজন গবেষক। জানিয়েছেন, ভালো ভিজুয়ালাইজেশন জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও সহজবোধ্য ও অনুভবযোগ্য করে তুলতে পারে।
সিএনএনকে তিনি বলেন, ‘গত ৮৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনের এই চিত্র স্পষ্টভাবে দেখাচ্ছে, গত কয়েক দশকে আমাদের গ্রহ কত দ্রুত উষ্ণ হয়েছে এবং ২০২৩ ও ২০২৪ সাল আগের যেকোনো বছরের তুলনায় কতটা ভয়াবহভাবে উত্তপ্ত ছিল।’
২০২৩ সালটি ছিল মানব ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। সে বছরই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অথচ প্রাক্-শিল্পযুগের চেয়ে গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন বিজ্ঞানীরা।
বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর তীব্র উষ্ণতার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন গবেষকেরা। এই উষ্ণতার প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং এল নিনো জলবায়ুর প্রভাবকে বিজ্ঞানীরা চিহ্নিত করলেও শুধু এই কারণগুলো এত দ্রুত তাপমাত্রা বৃদ্ধির ব্যাখ্যা দিতে পারে না।
তবে বিজ্ঞানীরা এটুকু নিশ্চিত যে পৃথিবীর তাপমাত্রা যতই বাড়বে, মানবসমাজ ও প্রকৃতির ওপর ততই এর ভয়াবহ প্রভাব পড়বে; বিশেষ করে দাবানল, ঝড় ও বন্যার মতো দুর্যোগ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠবে।
হাউসফাদার বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বেড়েছে, যা আমাদের জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। আমরা যদি কার্বন নির্গমন কমানোর উদ্যোগ না নিই, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’

জলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়, যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাফিকটিতে ১৯৪০ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রার দৈনিক পরিবর্তন দেখানো হয়েছে, যা প্রাক্-শিল্পযুগের তুলনায় বেড়েই চলেছে। চিত্রটি বাইরের দিকে স্পাইরাল আকৃতিতে যতই প্রসারিত হচ্ছে, এটি ততই আরও লালচে হয়ে উঠেছে। এটি বৈশ্বিক তাপমাত্রার দ্রুত বৃদ্ধিকে নির্দেশ করছে।
বহুজাতিক আইরিশ-মার্কিন কোম্পানি স্ট্রাইপ-এর জলবায়ু গবেষণা দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হাউসফাদার। পাশাপাশি তিনি ‘বার্কলে আর্থ’-এরও একজন গবেষক। জানিয়েছেন, ভালো ভিজুয়ালাইজেশন জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও সহজবোধ্য ও অনুভবযোগ্য করে তুলতে পারে।
সিএনএনকে তিনি বলেন, ‘গত ৮৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনের এই চিত্র স্পষ্টভাবে দেখাচ্ছে, গত কয়েক দশকে আমাদের গ্রহ কত দ্রুত উষ্ণ হয়েছে এবং ২০২৩ ও ২০২৪ সাল আগের যেকোনো বছরের তুলনায় কতটা ভয়াবহভাবে উত্তপ্ত ছিল।’
২০২৩ সালটি ছিল মানব ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। সে বছরই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অথচ প্রাক্-শিল্পযুগের চেয়ে গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন বিজ্ঞানীরা।
বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর তীব্র উষ্ণতার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন গবেষকেরা। এই উষ্ণতার প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং এল নিনো জলবায়ুর প্রভাবকে বিজ্ঞানীরা চিহ্নিত করলেও শুধু এই কারণগুলো এত দ্রুত তাপমাত্রা বৃদ্ধির ব্যাখ্যা দিতে পারে না।
তবে বিজ্ঞানীরা এটুকু নিশ্চিত যে পৃথিবীর তাপমাত্রা যতই বাড়বে, মানবসমাজ ও প্রকৃতির ওপর ততই এর ভয়াবহ প্রভাব পড়বে; বিশেষ করে দাবানল, ঝড় ও বন্যার মতো দুর্যোগ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠবে।
হাউসফাদার বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বেড়েছে, যা আমাদের জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। আমরা যদি কার্বন নির্গমন কমানোর উদ্যোগ না নিই, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে