
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই খবর প্রথম জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। ক্ষেপণাস্ত্রটির শক্তিমত্তার প্রমাণ হিসেবে এবার উত্তর কোরিয়া কর্তৃপক্ষই কিছু ছবি প্রকাশ করেছে। মহাকাশ থেকে তোলা সেসব ছবি। ক্ষেপণাস্ত্রে সংযুক্ত ক্যামেরা থেকে তোলা ছবিগুলো।
মহাকাশ থেকে তোলা ছবিগুলো কোনো সাধারণ ছবি নয়। বিশেষজ্ঞরা ছবিগুলোকে সন্দেহ করার কারণ খুঁজে পাচ্ছেন না। ছবিগুলোতে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং আশপাশের অঞ্চলগুলো দেখা যাচ্ছে।
পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে, তারা মধ্যম পাল্লার হুয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি মার্কিন ভূখণ্ড গুয়ামের মতো এলাকাগুলো এটির পাল্লার মধ্যে পড়ে।
উত্তর কোরিয়া বলছে, পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আর মহাকাশ থেকে তোলা ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র স্থাপিত ক্যামেরা দিয়েই তোলা।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে শঙ্কা জাগিয়েছে।
পিয়ংইয়ং শুধু গত মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মিত্রদেশগুলো কিম জং উনের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।।
জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। দেশটির ওপর কঠোর অবরোধও আরোপ করা আছে। কিন্তু কিম এই নিষেধাজ্ঞার কোনো কেয়ার করছেন না।
মার্কিন কর্মকর্তারা বলছেন, কিম জং উনের সাম্প্রতিক কার্যকলাপ পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই খবর প্রথম জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। ক্ষেপণাস্ত্রটির শক্তিমত্তার প্রমাণ হিসেবে এবার উত্তর কোরিয়া কর্তৃপক্ষই কিছু ছবি প্রকাশ করেছে। মহাকাশ থেকে তোলা সেসব ছবি। ক্ষেপণাস্ত্রে সংযুক্ত ক্যামেরা থেকে তোলা ছবিগুলো।
মহাকাশ থেকে তোলা ছবিগুলো কোনো সাধারণ ছবি নয়। বিশেষজ্ঞরা ছবিগুলোকে সন্দেহ করার কারণ খুঁজে পাচ্ছেন না। ছবিগুলোতে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং আশপাশের অঞ্চলগুলো দেখা যাচ্ছে।
পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে, তারা মধ্যম পাল্লার হুয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি মার্কিন ভূখণ্ড গুয়ামের মতো এলাকাগুলো এটির পাল্লার মধ্যে পড়ে।
উত্তর কোরিয়া বলছে, পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আর মহাকাশ থেকে তোলা ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র স্থাপিত ক্যামেরা দিয়েই তোলা।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে শঙ্কা জাগিয়েছে।
পিয়ংইয়ং শুধু গত মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মিত্রদেশগুলো কিম জং উনের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।।
জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। দেশটির ওপর কঠোর অবরোধও আরোপ করা আছে। কিন্তু কিম এই নিষেধাজ্ঞার কোনো কেয়ার করছেন না।
মার্কিন কর্মকর্তারা বলছেন, কিম জং উনের সাম্প্রতিক কার্যকলাপ পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে