
ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে আজ রোববার হ্যানয় সফরে গেছেন বাইডেন। ধারণা করা হচ্ছে, এ সফরে আলোচনার কেন্দ্রে থাকবে সেমিকন্ডাক্টর এবং বিরল মৃত্তিকার মতো গুরুত্বপূর্ণ খনিজ।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সরাসরি ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেন জো বাইডেন।
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নগুয়েন ফু ত্রংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। সফরে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
বাইডেনের সংক্ষিপ্ত সফরটি মূলত—চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের বিরুদ্ধে সমর্থন জোগাড় করার পাশাপাশি মিত্র দেশগুলো থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টার অংশ।
ভিয়েতনামের শীর্ষ নেতা ত্রংয়ের সঙ্গে সাক্ষাতে বাইডেন বলেন, ‘এটি সহযোগিতার আরও বৃহত্তর যুগের সূচনা হতে পারে। আমি মনে করি, আমাদের একটি বিশাল সুযোগ আছে। আমি জোর দিয়ে বলব, এমন একটি অত্যন্ত সংকটময় সময়ে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।’
বাইডেনের ভিয়েতনাম পৌঁছার আগে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সাংবাদিকদের বলেছিলেন, দুই পক্ষই সেমিকন্ডাক্টরে নতুন সহযোগিতার প্রতিশ্রুতি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দুই নেতা স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির মতো উচ্চ প্রযুক্তির ডিভাইস তৈরিতে ব্যবহৃত বিরল মৃত্তিকা সরবরাহের বিষয়েও বিস্তারিত আলোচনা করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনীতিতে সাপ্লাই চেইনে বড় ধরনের ধাক্কার পরিপ্রেক্ষিতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিরল মৃত্তিকার মজুত আছে ভিয়েতনামে।
গত মাসে জো বাইডেন সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) সংবেদনশীল প্রযুক্তির ক্ষেত্রে চীনা প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
রাশিয়া অস্ত্র চুক্তি
ভিয়েতনামের জন্য কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন গুরুত্বপূর্ণ। দেশটির শুধু রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে শীর্ষ পর্যায়ে সম্পর্ক রয়েছে। যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কারও পক্ষ না নেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। ভিয়েতনাম বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে।
বাইডেনের সফরের আগে নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনাম মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গোপনে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছে। ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয়ের একটি নথির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়ায় একটি যৌথ তেল ও গ্যাস প্রকল্পের মাধ্যমে ক্রেমলিন থেকে অস্ত্র কেনার জন্য তহবিল স্থানান্তরের পরিকল্পনা করেছে হ্যানয়।

ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে আজ রোববার হ্যানয় সফরে গেছেন বাইডেন। ধারণা করা হচ্ছে, এ সফরে আলোচনার কেন্দ্রে থাকবে সেমিকন্ডাক্টর এবং বিরল মৃত্তিকার মতো গুরুত্বপূর্ণ খনিজ।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সরাসরি ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেন জো বাইডেন।
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নগুয়েন ফু ত্রংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। সফরে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
বাইডেনের সংক্ষিপ্ত সফরটি মূলত—চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের বিরুদ্ধে সমর্থন জোগাড় করার পাশাপাশি মিত্র দেশগুলো থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টার অংশ।
ভিয়েতনামের শীর্ষ নেতা ত্রংয়ের সঙ্গে সাক্ষাতে বাইডেন বলেন, ‘এটি সহযোগিতার আরও বৃহত্তর যুগের সূচনা হতে পারে। আমি মনে করি, আমাদের একটি বিশাল সুযোগ আছে। আমি জোর দিয়ে বলব, এমন একটি অত্যন্ত সংকটময় সময়ে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।’
বাইডেনের ভিয়েতনাম পৌঁছার আগে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সাংবাদিকদের বলেছিলেন, দুই পক্ষই সেমিকন্ডাক্টরে নতুন সহযোগিতার প্রতিশ্রুতি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দুই নেতা স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির মতো উচ্চ প্রযুক্তির ডিভাইস তৈরিতে ব্যবহৃত বিরল মৃত্তিকা সরবরাহের বিষয়েও বিস্তারিত আলোচনা করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনীতিতে সাপ্লাই চেইনে বড় ধরনের ধাক্কার পরিপ্রেক্ষিতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিরল মৃত্তিকার মজুত আছে ভিয়েতনামে।
গত মাসে জো বাইডেন সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) সংবেদনশীল প্রযুক্তির ক্ষেত্রে চীনা প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
রাশিয়া অস্ত্র চুক্তি
ভিয়েতনামের জন্য কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন গুরুত্বপূর্ণ। দেশটির শুধু রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে শীর্ষ পর্যায়ে সম্পর্ক রয়েছে। যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কারও পক্ষ না নেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। ভিয়েতনাম বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে।
বাইডেনের সফরের আগে নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনাম মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গোপনে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছে। ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয়ের একটি নথির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়ায় একটি যৌথ তেল ও গ্যাস প্রকল্পের মাধ্যমে ক্রেমলিন থেকে অস্ত্র কেনার জন্য তহবিল স্থানান্তরের পরিকল্পনা করেছে হ্যানয়।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে