
জাপানের কিউশুতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় নানমাদল। এই ঝড়ে এখনো পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। এ ছাড়া ওই এলাকার ৯০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, জাপানের ইতিহাসে এই ঘূর্ণিঝড়টি অন্যতম ভয়াবহ।
স্থানীয় সময় গতকাল রোববার সকালে জাপানের সর্বদক্ষিণের দ্বীপ কিউশুতে আঘাত হানে নানমাদল। ওই এলাকার কয়েক লাখ লোক এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার অন্তত সাড়ে ৩ লাখ বাড়ির।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নানমাদলের কারণে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় রাজধানী টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট এবং অন্যান্য পরিবহন বাতিল করা হয়েছে। বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় নানমাদলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি।
জাপানের স্থানীয় সময় রোববার দক্ষিণ দেশটির উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নানমাদল। এটি বর্তমানে দেশটির অন্যতম বৃহত্তম দ্বীপ কিউশুতে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় নানমাদল মঙ্গলবার রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের কিউশুতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় নানমাদল। এই ঝড়ে এখনো পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। এ ছাড়া ওই এলাকার ৯০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, জাপানের ইতিহাসে এই ঘূর্ণিঝড়টি অন্যতম ভয়াবহ।
স্থানীয় সময় গতকাল রোববার সকালে জাপানের সর্বদক্ষিণের দ্বীপ কিউশুতে আঘাত হানে নানমাদল। ওই এলাকার কয়েক লাখ লোক এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার অন্তত সাড়ে ৩ লাখ বাড়ির।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নানমাদলের কারণে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় রাজধানী টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট এবং অন্যান্য পরিবহন বাতিল করা হয়েছে। বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় নানমাদলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি।
জাপানের স্থানীয় সময় রোববার দক্ষিণ দেশটির উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নানমাদল। এটি বর্তমানে দেশটির অন্যতম বৃহত্তম দ্বীপ কিউশুতে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় নানমাদল মঙ্গলবার রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে