Ajker Patrika

জাপানে মেয়েদের ঝুঁটি বাঁধা নিষিদ্ধ যে কারণে

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২: ০৫
জাপানে মেয়েদের ঝুঁটি বাঁধা নিষিদ্ধ যে কারণে

জাপানের স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের চুল বাঁধার স্টাইল ‘পনিটেইল’ বা ঝুঁটি করা। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জাপানের একটি স্কুলের এক শিক্ষকের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক। 

 পনিটেইল হলো চুলের একটি বিখ্যাত বাঁধন। বিশেষ জাপানের মঙ্গা আর্টে এটি ব্যাপকভাবে দেখা যায়। ছবি: টুইটারজাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে—মেয়েরা ঝুঁটি করতে পরে না কারণ এতে তাঁদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।’ 

সুগিয়ামা ১১ বছরের শিক্ষকতা জীবনে জাপনের শিজুওকা এলাকার পাঁচটি ভিন্ন স্কুলে পড়িয়েছে। তিনি জানিয়েছেন, এই পাঁচটি স্কুলের প্রত্যেকটিই মেয়েদের ঝুঁটি করা নিষিদ্ধ করেছে। সুগিয়ামা নিয়মটিকে এর আগের—মেয়েরা সাদা অন্তর্বাস পরতে পারবে না যাতে তা তাঁদের ইউনিফর্মের ওপর দিয়ে দেখা না যায়—একটি উদ্ভট নিয়মের সঙ্গে তুলনা করেছেন। 

সুগিয়ামা বলেন, ‘আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর সমালোচনা অভাব থাকায় এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে—শিক্ষার্থীদের সেগুলো গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই।’ 

জাপানের স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের চুল বাঁধার স্টাইল ‘পনিটেইল’ বা ঝুঁটি করা

যদিও এমন কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই যা থেকে জানা যাবে জাপানে ঠিক কতটি স্কুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ছাড়া, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের চুল রং করা নিষিদ্ধ। তারা তাঁদের চুল সোজা এবং কালো রাখতে বাধ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত