Ajker Patrika

কিম জং উনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০: ৫০
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা চোই মিন-কিয়ং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১১ জুলাই) সিউলে মামলাটি করার কথা রয়েছে। এমন হলে, চোই হবেন উত্তর কোরিয়ার প্রথম কোনো নাগরিক, যিনি সরাসরি দেশটির নেতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন।

চোই মিন-কিয়ং প্রথমবার ১৯৯৭ সালে উত্তর কোরিয়া থেকে চীনে পালিয়ে গিয়েছিলেন। তবে ২০০৮ সালে তাঁকে জোর করে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়। ফেরার পর তিনি শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা ও মানসিক নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেছেন। পরে ২০১২ সালে তিনি আবার দেশ ছেড়ে পালান এবং দক্ষিণ কোরিয়ায় গিয়ে স্থায়ী হন।

মানবাধিকার সংস্থা ‘ডেটাবেস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস’ (এনকেডিবি) এই মামলায় চোইকে সহায়তা করছে। সংস্থাটি জানিয়েছে, কিম জং উনসহ আরও চারজন উচ্চপদস্থ পিয়ংইয়ং কর্মকর্তার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হবে। তাঁরা জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিষয়টি তুলবে।

এক বিবৃতিতে চোই বলেন, ‘এই ছোট পদক্ষেপটি যেন উত্তর কোরিয়ার নিরীহ মানুষের মুক্তি ও মানব মর্যাদা ফিরিয়ে আনার ভিত্তি হয়ে দাঁড়ায়। আমি নির্যাতনের শিকার ও এই নিষ্ঠুর শাসনের একজন জীবিত সাক্ষী।’

এনকেডিবির নির্বাহী পরিচালক হানা সং জানিয়েছেন, এটি শুধু আর্থিক ক্ষতিপূরণের মামলা নয়, বরং একধরনের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা। তিনি বলেন, বহু বছর ধরে দেখা গেছে, ভুক্তভোগীরা শুধু ক্ষতিপূরণ চান না—তাঁরা চান স্বীকৃতি।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ কোরিয়ার আদালত উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতীকী রায় দিয়েছে। ২০২৩ সালে তিনজন যুদ্ধবন্দীকে ৫ কোটি ওন এবং ২০২৪ সালে পাঁচজন কোরিয়ান-জাপানিজ ফেরত পাওয়া নাগরিককে ১০ কোটি ওন ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। তবে পিয়ংইয়ং কখনোই এসব রায়কে স্বীকৃতি দেয়নি।

চোইয়ের মামলাটি ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কারণ, মামলাটি উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্তর্জাতিক জবাবদিহির দিকেও ধাবিত করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত