
শিখ নেতা হারদিপ সিং নিজার হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ করেছেন। এরমধ্যে ভারতীয় এক কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে। এর পাল্টায় কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।
আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য দেওয়া হয়েছে। তবে জ্যেষ্ঠ কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। তাকে ভারত ছাড়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজার হত্যার জেরে গতকাল সোমবার ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পবন কুমার রাইকে বহিষ্কার করেছে অটোয়া।
অটোয়ার এই কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এবার কানাডীয় কূটনীতিককেই বহিষ্কার করল নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডীয় কূটনীতিকদের হস্তক্ষেপ এবং ভারত বিরোধী কার্যকলাপে তাদের জড়িত থাকার বিষয়ে ভারত সরকারের ক্রমবর্ধমান উদ্বেগকেই প্রতিফলিত করে।
গত জুনে কানাডায় হারদিপকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যায় ভারত সরকারের হাত থাকার অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হারদিপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের একজন বিশিষ্ট শিখ নেতা ছিলেন হারদিপ সিং নিজার। খালিস্তানের পক্ষে তিনি প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন। খালিস্তানের পক্ষে সক্রিয়তার কারণে তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে নিজারের সমর্থকরা। ভারতও নিজারকে এর আগে বর্ণনা করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া সন্ত্রাসী হিসেবে। ভারতের এসব অভিযোগ নিজারের সমর্থকরা 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিল।

শিখ নেতা হারদিপ সিং নিজার হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ করেছেন। এরমধ্যে ভারতীয় এক কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে। এর পাল্টায় কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।
আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য দেওয়া হয়েছে। তবে জ্যেষ্ঠ কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। তাকে ভারত ছাড়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজার হত্যার জেরে গতকাল সোমবার ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পবন কুমার রাইকে বহিষ্কার করেছে অটোয়া।
অটোয়ার এই কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এবার কানাডীয় কূটনীতিককেই বহিষ্কার করল নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডীয় কূটনীতিকদের হস্তক্ষেপ এবং ভারত বিরোধী কার্যকলাপে তাদের জড়িত থাকার বিষয়ে ভারত সরকারের ক্রমবর্ধমান উদ্বেগকেই প্রতিফলিত করে।
গত জুনে কানাডায় হারদিপকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যায় ভারত সরকারের হাত থাকার অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হারদিপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের একজন বিশিষ্ট শিখ নেতা ছিলেন হারদিপ সিং নিজার। খালিস্তানের পক্ষে তিনি প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন। খালিস্তানের পক্ষে সক্রিয়তার কারণে তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে নিজারের সমর্থকরা। ভারতও নিজারকে এর আগে বর্ণনা করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া সন্ত্রাসী হিসেবে। ভারতের এসব অভিযোগ নিজারের সমর্থকরা 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিল।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে