
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। পুলিশ বলছে, শিনজো আবের নিরাপত্তায় যে ত্রুটি ছিল, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই।
স্থানীয় সময় গত শুক্রবার সকালে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো জাপানবাসী। এরই মধ্যে বিশ্বনেতারা আবের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন। একে দেখা হচ্ছে গণতন্ত্রের প্রতি ‘আঘাত’ হিসেবে।
বিবিসির খবরে জানা গেছে, এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন নারা শহরের পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ ছিল, সেটি অস্বীকার করা যাবে না।’
রোববারের ভোট সামনে রেখে প্রচারাভিযানে গিয়েছিলেন প্রয়াত শিনজো আবে। ভোটের দিন হিসেবে রোববারই নির্ধারিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে দেশটির নির্দিষ্ট এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে গেছে।
স্থানীয় বিশ্লেষকেরা বলছেন, শিনজো আবে হত্যাকাণ্ডের কারণে জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতি নাগরিকদের সমর্থন আরও বেড়ে যেতে পারে। এই রাজনৈতিক দলটির খুবই প্রভাবশালী সদস্য ছিলেন শিনজো আবে।
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১২ সালে তিনি দ্বিতীয়বার জাপানের প্রধানমন্ত্রী হন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেছিলেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। পুলিশ বলছে, শিনজো আবের নিরাপত্তায় যে ত্রুটি ছিল, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই।
স্থানীয় সময় গত শুক্রবার সকালে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো জাপানবাসী। এরই মধ্যে বিশ্বনেতারা আবের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন। একে দেখা হচ্ছে গণতন্ত্রের প্রতি ‘আঘাত’ হিসেবে।
বিবিসির খবরে জানা গেছে, এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন নারা শহরের পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ ছিল, সেটি অস্বীকার করা যাবে না।’
রোববারের ভোট সামনে রেখে প্রচারাভিযানে গিয়েছিলেন প্রয়াত শিনজো আবে। ভোটের দিন হিসেবে রোববারই নির্ধারিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে দেশটির নির্দিষ্ট এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে গেছে।
স্থানীয় বিশ্লেষকেরা বলছেন, শিনজো আবে হত্যাকাণ্ডের কারণে জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতি নাগরিকদের সমর্থন আরও বেড়ে যেতে পারে। এই রাজনৈতিক দলটির খুবই প্রভাবশালী সদস্য ছিলেন শিনজো আবে।
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১২ সালে তিনি দ্বিতীয়বার জাপানের প্রধানমন্ত্রী হন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেছিলেন।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে