
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় আজ সোমবার এই ঘোষণা দেয় দেশটি। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল তার মধ্যে নাউরু অন্যতম। এই ঘটনার পর তাইপে অভিযোগ করেছে, চীনের ষড়যন্ত্রের কারণেই নাউরু এই সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের গোয়েন্দা কর্মকর্তারা গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রয়টার্সকে বলেছিলেন—চীন সম্ভবত তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
তাইওয়ানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী বলে পরিচিত উইলিয়াম লাই বা লাই চিং-তে। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনপন্থী দুই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হন।
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে নাউরু সরকার জানিয়েছে, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে, ২০০২ সালের পরপরই নাউরু এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং চীনেকই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়।
নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।
তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কোয়াং নাউরুর সিদ্ধান্তের পর তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হঠাৎ করেই এই সম্পর্কচ্ছেদের খবর এসেছে।’ তিনি বলেছেন, ‘বেইজিং বিশেষভাবে নাউরুকে দিয়ে এই কাজ করানোর জন্য নির্বাচনের পরের স্পর্শকাতর সময়কে বেছে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ ফাঁদের মতো এবং গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ।’
তিয়েন চুং-কোয়াং আরও বলেছেন, ‘তাইওয়ান চাপের কাছে মাথা নত করেনি, করবে না। আমরা যে ধরনের নির্বাচন করতে চাই, সে ধরনের নির্বাচনই করেছি। এটা তাদের (চীনের) জন্য অসহনীয়।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নাউরুর এই পদক্ষেপের ফলে তাইওয়ানের আর মাত্র ১২টি মিত্র দেশ রইল। তার মধ্যে ভ্যাটিকান, গুয়াতেমালা, প্যারাগুয়ে, প্রশান্ত মহাসাগরের পালাউ, টুভালু এবং মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় আজ সোমবার এই ঘোষণা দেয় দেশটি। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল তার মধ্যে নাউরু অন্যতম। এই ঘটনার পর তাইপে অভিযোগ করেছে, চীনের ষড়যন্ত্রের কারণেই নাউরু এই সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের গোয়েন্দা কর্মকর্তারা গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রয়টার্সকে বলেছিলেন—চীন সম্ভবত তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
তাইওয়ানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী বলে পরিচিত উইলিয়াম লাই বা লাই চিং-তে। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনপন্থী দুই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হন।
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে নাউরু সরকার জানিয়েছে, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে, ২০০২ সালের পরপরই নাউরু এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং চীনেকই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়।
নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।
তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কোয়াং নাউরুর সিদ্ধান্তের পর তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হঠাৎ করেই এই সম্পর্কচ্ছেদের খবর এসেছে।’ তিনি বলেছেন, ‘বেইজিং বিশেষভাবে নাউরুকে দিয়ে এই কাজ করানোর জন্য নির্বাচনের পরের স্পর্শকাতর সময়কে বেছে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ ফাঁদের মতো এবং গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ।’
তিয়েন চুং-কোয়াং আরও বলেছেন, ‘তাইওয়ান চাপের কাছে মাথা নত করেনি, করবে না। আমরা যে ধরনের নির্বাচন করতে চাই, সে ধরনের নির্বাচনই করেছি। এটা তাদের (চীনের) জন্য অসহনীয়।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নাউরুর এই পদক্ষেপের ফলে তাইওয়ানের আর মাত্র ১২টি মিত্র দেশ রইল। তার মধ্যে ভ্যাটিকান, গুয়াতেমালা, প্যারাগুয়ে, প্রশান্ত মহাসাগরের পালাউ, টুভালু এবং মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম।

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
১৩ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩৩ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে