
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা।
শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল।
এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা।
শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল।
এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৮ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৮ ঘণ্টা আগে