
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা।
শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল।
এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা।
শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল।
এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৩৭ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে