
গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। কারণ দেশটির প্রেসিডেন্ট হতে হলে বিজয়ী প্রার্থীকে অবশ্যই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের অর্ধেকের বেশি পেতে হতো। প্রথম দফায় চার প্রার্থীর কেউই এই শর্ত পূরণ করতে পারেননি।
এ অবস্থায় প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আজ রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও একেপি নেতা রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কেমাল কিলিচদারওলু।
প্রথম দফায় ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে অল্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হননি এরদোয়ান। সে সময় কেমাল পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট।
অতীতে এরদোয়ান যত নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই প্রথম দফায় জিতে গিয়েছিলেন। এবারই প্রথম দ্বিতীয় দফার ভোটে লড়াই করতে হচ্ছে তাকে।
টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি-না তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপেও দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও তা এরদোয়ানের জনপ্রিয়তায় সামান্যই প্রভাব ফেলেছে।
প্রথম দফায় কেমালের চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছিলেন এরদোয়ান। এ হিসেবে দ্বিতীয় দফায় তাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা।
তবে কারও কারও মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাব ফলতে পারে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনানের সমর্থকেরা। এ ছাড়া প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটারও প্রভাবক হতে পারে। এসব ভোটারকে নিজের দিকে টানতে একটি ইউটিউব চ্যানেলে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছেন কেমাল। ভোটার ও সমর্থকদের সঙ্গে লাইভে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলা হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে কিছু সাড়া জাগিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা। এসব তরুণের মধ্যে অনেকই প্রথম দফায় ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি।
এ অবস্থায় কেমালের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন এরদোয়ান। বলছেন, কেমাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে।
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আশা করা যায়-এর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে কে হাসছেন শেষ হাসিটি।

গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। কারণ দেশটির প্রেসিডেন্ট হতে হলে বিজয়ী প্রার্থীকে অবশ্যই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের অর্ধেকের বেশি পেতে হতো। প্রথম দফায় চার প্রার্থীর কেউই এই শর্ত পূরণ করতে পারেননি।
এ অবস্থায় প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আজ রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও একেপি নেতা রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কেমাল কিলিচদারওলু।
প্রথম দফায় ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে অল্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হননি এরদোয়ান। সে সময় কেমাল পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট।
অতীতে এরদোয়ান যত নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই প্রথম দফায় জিতে গিয়েছিলেন। এবারই প্রথম দ্বিতীয় দফার ভোটে লড়াই করতে হচ্ছে তাকে।
টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি-না তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপেও দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও তা এরদোয়ানের জনপ্রিয়তায় সামান্যই প্রভাব ফেলেছে।
প্রথম দফায় কেমালের চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছিলেন এরদোয়ান। এ হিসেবে দ্বিতীয় দফায় তাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা।
তবে কারও কারও মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাব ফলতে পারে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনানের সমর্থকেরা। এ ছাড়া প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটারও প্রভাবক হতে পারে। এসব ভোটারকে নিজের দিকে টানতে একটি ইউটিউব চ্যানেলে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছেন কেমাল। ভোটার ও সমর্থকদের সঙ্গে লাইভে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলা হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে কিছু সাড়া জাগিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা। এসব তরুণের মধ্যে অনেকই প্রথম দফায় ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি।
এ অবস্থায় কেমালের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন এরদোয়ান। বলছেন, কেমাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে।
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আশা করা যায়-এর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে কে হাসছেন শেষ হাসিটি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১১ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১১ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১২ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১৪ ঘণ্টা আগে