আজকের পত্রিকা ডেস্ক

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের ৬ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত। এই রায়ের ফলে তিনি আর কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না।
৭২ বছর বয়সী কির্চনারকে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। এরপর আদালতে আত্মসমর্পণের জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে।
গত দুই দশক ধরে আর্জেন্টিনার বামপন্থী পেরোনিস্তা আন্দোলনের প্রতীক ছিলেন ক্রিস্টিনা। আর্জেন্টিনার সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করে রেখেছিলেন তিনি। স্বামী নেস্তর কির্চনারের পর ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন ক্রিস্টিনা ফার্নান্দেজ। ২০২৩ সালের লিবার্তেরিয়ান হাভিয়ের মিলেইয়ের নির্বাচন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বামপন্থী জাস্টিসিয়ালিস্ট পার্টির প্রধান এবং ডানপন্থী মিলেই নেতৃত্বাধীন সরকারের প্রধান বিরোধী দলের নেতা কির্চনার। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছেন।
কির্চনার এই রায়ের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ তিনি বুয়েনস এইরেস প্রাদেশিক আইনসভায় আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে ফিরে আসার পরিকল্পনা করছিলেন।
মিলেই সরকারসহ অনেক আর্জেন্টাইন কির্চনারের বিরুদ্ধে দেশ থেকে অর্থ চুরি এবং দেশের অর্থনীতিকে একের পর এক সংকটে ফেলার অভিযোগ আনেন। উগ্র লিবার্তেরিয়ান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিলেই, কির্চনারের পেরোনিস্ত রাজনৈতিক আন্দোলনের প্রতি জনগণের ক্ষোভকে পুঁজি করেই ২০২৩ সালের নির্বাচনে জয়লাভ করেন। মিলেই আর্জেন্টিনাকে নাটকীয়ভাবে ডানপন্থার দিকে নিয়ে যান।
কির্চনারের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি এবং তাঁর প্রয়াত স্বামী একটি নির্মাণ সংস্থা তৈরি করেছিলেন। এই সংস্থা সান্তা ক্রুজ প্রদেশে কাজ পেয়েছিল। ১২ বছর ধরে তাঁদের সংস্থা প্রদেশের প্রায় ৮০ শতাংশ সরকারি কাজ পেয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
২০২২ সালে কির্চনারকে দোষী সাব্যস্ত করা হয়। তিনজন বিচারকের একটি প্যানেল তাঁকে জনগণের বিপুল অর্থ পারিবারিক বন্ধুর কাছে পাঠানোর জন্য প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। তবে কির্চনার বরাবর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকেও পৃথক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
কির্চনারের এখনো দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কির্চনারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধ করেন। দায়িত্বে থাকার সময় ‘উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রুবিও।
এখন সুপ্রিম কোর্ট সাজার রায় বহাল রাখায় সাবেক প্রেসিডেন্ট কির্চনার কারাবাস ভোগ করবেন কিনা তা স্পষ্ট নয়। বিশেষ করে তাঁর যে বয়স তাতে কারাভোগ মওকুফ হতে পারে। আর্জেন্টিনার আইন অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের গৃহবন্দী থাকার অনুমতি দেওয়া হয়। কির্চনারের আইনজীবী গতকাল মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গৃহবন্দী রাখার বিষয়ে তাঁরা আবেদন করবেন।
এদিকে আদালত কির্চনারের জন্য ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থার’ নির্দেশ দিয়েছে। কারণ ২০২২ সালে কির্চনারকে হত্যার চেষ্টা হয়েছিল।
কির্চনার গতকাল মঙ্গলবার রায় ঘোষণার পর দলের প্রধান কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘বরাবরের মতো, আমরা আমাদের জীবন বাজি রাখব। কারণ আমরা পালিয়ে যাই না, ওইটা ডানপন্থী মাফিয়ারা করে। আমরা পেরোনিস্তরা এখানে থাকি এবং আমাদের মুখ ও জীবন বাজি রাখি।’ তিনি আরও বলেন, ‘আমরা মাফিয়া নই।’

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের ৬ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত। এই রায়ের ফলে তিনি আর কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না।
৭২ বছর বয়সী কির্চনারকে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। এরপর আদালতে আত্মসমর্পণের জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে।
গত দুই দশক ধরে আর্জেন্টিনার বামপন্থী পেরোনিস্তা আন্দোলনের প্রতীক ছিলেন ক্রিস্টিনা। আর্জেন্টিনার সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করে রেখেছিলেন তিনি। স্বামী নেস্তর কির্চনারের পর ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন ক্রিস্টিনা ফার্নান্দেজ। ২০২৩ সালের লিবার্তেরিয়ান হাভিয়ের মিলেইয়ের নির্বাচন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বামপন্থী জাস্টিসিয়ালিস্ট পার্টির প্রধান এবং ডানপন্থী মিলেই নেতৃত্বাধীন সরকারের প্রধান বিরোধী দলের নেতা কির্চনার। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছেন।
কির্চনার এই রায়ের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ তিনি বুয়েনস এইরেস প্রাদেশিক আইনসভায় আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে ফিরে আসার পরিকল্পনা করছিলেন।
মিলেই সরকারসহ অনেক আর্জেন্টাইন কির্চনারের বিরুদ্ধে দেশ থেকে অর্থ চুরি এবং দেশের অর্থনীতিকে একের পর এক সংকটে ফেলার অভিযোগ আনেন। উগ্র লিবার্তেরিয়ান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিলেই, কির্চনারের পেরোনিস্ত রাজনৈতিক আন্দোলনের প্রতি জনগণের ক্ষোভকে পুঁজি করেই ২০২৩ সালের নির্বাচনে জয়লাভ করেন। মিলেই আর্জেন্টিনাকে নাটকীয়ভাবে ডানপন্থার দিকে নিয়ে যান।
কির্চনারের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি এবং তাঁর প্রয়াত স্বামী একটি নির্মাণ সংস্থা তৈরি করেছিলেন। এই সংস্থা সান্তা ক্রুজ প্রদেশে কাজ পেয়েছিল। ১২ বছর ধরে তাঁদের সংস্থা প্রদেশের প্রায় ৮০ শতাংশ সরকারি কাজ পেয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
২০২২ সালে কির্চনারকে দোষী সাব্যস্ত করা হয়। তিনজন বিচারকের একটি প্যানেল তাঁকে জনগণের বিপুল অর্থ পারিবারিক বন্ধুর কাছে পাঠানোর জন্য প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। তবে কির্চনার বরাবর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকেও পৃথক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
কির্চনারের এখনো দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কির্চনারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধ করেন। দায়িত্বে থাকার সময় ‘উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রুবিও।
এখন সুপ্রিম কোর্ট সাজার রায় বহাল রাখায় সাবেক প্রেসিডেন্ট কির্চনার কারাবাস ভোগ করবেন কিনা তা স্পষ্ট নয়। বিশেষ করে তাঁর যে বয়স তাতে কারাভোগ মওকুফ হতে পারে। আর্জেন্টিনার আইন অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের গৃহবন্দী থাকার অনুমতি দেওয়া হয়। কির্চনারের আইনজীবী গতকাল মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গৃহবন্দী রাখার বিষয়ে তাঁরা আবেদন করবেন।
এদিকে আদালত কির্চনারের জন্য ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থার’ নির্দেশ দিয়েছে। কারণ ২০২২ সালে কির্চনারকে হত্যার চেষ্টা হয়েছিল।
কির্চনার গতকাল মঙ্গলবার রায় ঘোষণার পর দলের প্রধান কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘বরাবরের মতো, আমরা আমাদের জীবন বাজি রাখব। কারণ আমরা পালিয়ে যাই না, ওইটা ডানপন্থী মাফিয়ারা করে। আমরা পেরোনিস্তরা এখানে থাকি এবং আমাদের মুখ ও জীবন বাজি রাখি।’ তিনি আরও বলেন, ‘আমরা মাফিয়া নই।’

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৪ ঘণ্টা আগে