
বিশ্বে করোনার প্রকোপ এখনো কমেনি। গোটা বিশ্বেই করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি ও পূর্বাভাস মডেলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে মহামারি শেষ হতে এখনো অনেক বাকি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৭ জনের, যা আগের দিনের তুলনায় ৮৩১ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জনের, যা আগের দিনের তুলনায় ৩৫ হাজার ৮২ জন বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৫ হাজার ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ১৮৪ জন এবং মারা গেছে ৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৯২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৫৪০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিশ্বে করোনার প্রকোপ এখনো কমেনি। গোটা বিশ্বেই করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি ও পূর্বাভাস মডেলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে মহামারি শেষ হতে এখনো অনেক বাকি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৭ জনের, যা আগের দিনের তুলনায় ৮৩১ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জনের, যা আগের দিনের তুলনায় ৩৫ হাজার ৮২ জন বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৫ হাজার ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ১৮৪ জন এবং মারা গেছে ৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৯২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৫৪০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২১ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
১ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে