Ajker Patrika

বিয়ে করতে ভেনিস গেলেন জেফ বেজোস ও লরেন সানচেজ

আজকের পত্রিকা ডেস্ক­
ভেনিসের আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। ছবি: দ্য পিপল
ভেনিসের আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। ছবি: দ্য পিপল

বিয়ে উপলক্ষে বিশ্বখ্যাত ধনকুবের এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজকে ইতালির ভেনিসে একসঙ্গে জনসম্মুখে দেখা গেছে। রাজকীয় এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে সপ্তাহের শেষ দিকে। এতে উপস্থিত থাকবেন হলিউডসহ বিশ্বের অনেক নামকরা তারকা ও ব্যক্তিত্বরা।

মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, আজ বুধবার (২৫ জুন) ভেনিসে আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। এর আগে, দুপুরে একটি হেলিকপ্টার ভেনিস থেকে উড়ে গিয়ে ক্রোয়েশিয়ার উপকূলে নোঙর করা বেজোসের বিলাসবহুল প্রমোদতরী ‘কোরু’-এর সহায়তাকারী জাহাজ ‘অ্যাবেওনা’-তে অবতরণ করে। পরে সেখান থেকে ওই যুগলকে নিয়ে হেলিকপ্টারটি ফিরে আসে ভেনিসে এবং অবতরণ করে ভেনিস লিডোতে—যেখানে প্রতিবছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে—আলোচিত এই বিয়ের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভেনিস জুড়ে। গতকাল মঙ্গলবার থেকেই তারকা অতিথিরা শহরটিতে আসতে শুরু করেছেন। এঁদের মধ্যে ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড কুশনারকেও ভাসমান এই শহরে দেখা গেছে। তাঁদের সঙ্গে ছিলেন ডিজাইনার ডায়েন ভন ফুরস্টেনবার্গ।

বৃহস্পতিবার (২৬ জুন) মাদোনা ডেল’অরতো চার্চে এই বিয়ের উৎসব শুরু হবে। পরদিন শুক্রবার দ্বীপ সান জর্জিও মাজিওরেতে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এতে থাকবে একটি ব্ল্যাক-টাই সেরিমনি, যেখানে গান পরিবেশন করবেন আন্দ্রেয়া বোচেলির পুত্র মাত্তেও বোচেলি।

২৮ জুন (শনিবার) রাতে আয়োজন করা হবে একটি আরামদায়ক নৈশভোজের। এটি আগে ভেনিসের ‘স্কোলা ভেকিয়া দেলা মিজেরিকর্ডিয়া’-তে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে ঐতিহাসিক ‘আর্সেনাল অব ভেনিস’-এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ