আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার উদ্যোগ নেবেন। এ লক্ষ্যে আগামীকাল সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ ফোনকল করবেন তিনি। প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এরপর ইউক্রেনের নেতা ও ন্যাটোর মিত্রদের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘সোমবার সকাল ১০টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার টেলিফোনে কথা হবে। আলোচনার মূল বিষয় হবে দুটি। প্রথমত, এই রক্তপাত বন্ধ করা। প্রতি সপ্তাহে গড়ে পাঁচ হাজারেরও বেশি রুশ ও ইউক্রেনীয় সৈন্য নিহত হচ্ছে। দ্বিতীয়ত, বাণিজ্য নিয়ে আলোচনা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘এরপর আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলব। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ন্যাটো জোটের বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও আমার কথা বলার কথা রয়েছে। আশা করি দিনটি ফলপ্রসূ হবে। একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই অত্যন্ত সহিংস যুদ্ধ, যে যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না, তার অবসান ঘটবে।’
তিন বছরের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রথম আলোচনা ব্যর্থ হওয়ার এক দিন পর ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করলেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই আলোচনা থেকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে, দুই দেশ যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে। উভয় পক্ষ ১ হাজার করে যুদ্ধবন্দী মুক্তি দেবে।
ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন পুতিন। তাঁর পরিবর্তে তিনি নিম্ন-স্তরের একটি প্রতিনিধিদল পাঠান। এই পদক্ষেপের পর জেলেনস্কি বলেছিলেন, রুশ নেতা শান্তি প্রচেষ্টাকে ‘গুরুত্বসহকারে’ নিচ্ছেন না। আলোচনা শেষে উভয় পক্ষ ১ হাজার করে বন্দিবিনিময়ে সম্মত হয়। আলোচনার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ‘পরবর্তী পদক্ষেপ’ হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠক।
গতকাল শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া এই বৈঠক সম্ভব বলে মনে করে। তবে তা ‘কাজের ফলাফল এবং উভয় পক্ষের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট ফলাফল অর্জনের পরেই’ সম্ভব। কিসের প্রয়োজন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। পেসকভ আরও বলেন, পরবর্তী আলোচনার তারিখ ঠিক করার আগে উভয় পক্ষকে অবশ্যই বন্দিবিনিময় সম্পন্ন করতে হবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিল বুদানভ ইঙ্গিত দিয়েছেন, এই বিনিময় আগামী সপ্তাহের প্রথম দিকেই হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার উদ্যোগ নেবেন। এ লক্ষ্যে আগামীকাল সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ ফোনকল করবেন তিনি। প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এরপর ইউক্রেনের নেতা ও ন্যাটোর মিত্রদের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘সোমবার সকাল ১০টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার টেলিফোনে কথা হবে। আলোচনার মূল বিষয় হবে দুটি। প্রথমত, এই রক্তপাত বন্ধ করা। প্রতি সপ্তাহে গড়ে পাঁচ হাজারেরও বেশি রুশ ও ইউক্রেনীয় সৈন্য নিহত হচ্ছে। দ্বিতীয়ত, বাণিজ্য নিয়ে আলোচনা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘এরপর আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলব। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ন্যাটো জোটের বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও আমার কথা বলার কথা রয়েছে। আশা করি দিনটি ফলপ্রসূ হবে। একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই অত্যন্ত সহিংস যুদ্ধ, যে যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না, তার অবসান ঘটবে।’
তিন বছরের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রথম আলোচনা ব্যর্থ হওয়ার এক দিন পর ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করলেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই আলোচনা থেকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে, দুই দেশ যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে। উভয় পক্ষ ১ হাজার করে যুদ্ধবন্দী মুক্তি দেবে।
ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন পুতিন। তাঁর পরিবর্তে তিনি নিম্ন-স্তরের একটি প্রতিনিধিদল পাঠান। এই পদক্ষেপের পর জেলেনস্কি বলেছিলেন, রুশ নেতা শান্তি প্রচেষ্টাকে ‘গুরুত্বসহকারে’ নিচ্ছেন না। আলোচনা শেষে উভয় পক্ষ ১ হাজার করে বন্দিবিনিময়ে সম্মত হয়। আলোচনার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ‘পরবর্তী পদক্ষেপ’ হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠক।
গতকাল শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া এই বৈঠক সম্ভব বলে মনে করে। তবে তা ‘কাজের ফলাফল এবং উভয় পক্ষের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট ফলাফল অর্জনের পরেই’ সম্ভব। কিসের প্রয়োজন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। পেসকভ আরও বলেন, পরবর্তী আলোচনার তারিখ ঠিক করার আগে উভয় পক্ষকে অবশ্যই বন্দিবিনিময় সম্পন্ন করতে হবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিল বুদানভ ইঙ্গিত দিয়েছেন, এই বিনিময় আগামী সপ্তাহের প্রথম দিকেই হতে পারে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৫ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে