আজকের পত্রিকা ডেস্ক

সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইইউ-এর পররাষ্ট্র নীতি প্রধান কায়া ক্যালাস আজ পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠক শেষে বলেন, ‘আমরা সিরিয়ান জনগণকে সহায়তা করতে চাই যাতে তারা একটি নতুন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে। গত ১৪ বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন সব সময় তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এই সিদ্ধান্তটি এসেছে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। সে সময় সৌদি আরবের রিয়াদে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি।’
ইউরোপীয় ইউনিয়ন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল। এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল।
চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়ে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছিলেন, ‘এগুলো রাখার আর কোনো যৌক্তিকতা নেই।’
মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম। তারা বলেছিল আসাদ আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে এবং মানবিক সহায়তা ব্যবস্থাকে প্রভাবিত করছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ, নজরদারির সফটওয়্যার এবং আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
২০১১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে প্রায় ৩৭ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে, যা দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা হিসেবে ইইউ’র অবস্থানকে নিশ্চিত করেছে।

সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইইউ-এর পররাষ্ট্র নীতি প্রধান কায়া ক্যালাস আজ পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠক শেষে বলেন, ‘আমরা সিরিয়ান জনগণকে সহায়তা করতে চাই যাতে তারা একটি নতুন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে। গত ১৪ বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন সব সময় তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এই সিদ্ধান্তটি এসেছে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। সে সময় সৌদি আরবের রিয়াদে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি।’
ইউরোপীয় ইউনিয়ন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল। এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল।
চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়ে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছিলেন, ‘এগুলো রাখার আর কোনো যৌক্তিকতা নেই।’
মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম। তারা বলেছিল আসাদ আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে এবং মানবিক সহায়তা ব্যবস্থাকে প্রভাবিত করছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ, নজরদারির সফটওয়্যার এবং আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
২০১১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে প্রায় ৩৭ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে, যা দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা হিসেবে ইইউ’র অবস্থানকে নিশ্চিত করেছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে