আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে শর্তগুলো দিয়েছেন, তাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দুই অঞ্চল পুরোপুরি মস্কোর হাতে ছাড়তে হবে।
স্থানীয় সময় আগামীকাল সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরবর্তী ফোনালাপে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব, এমনকি আগামী শুক্রবারের মধ্যেই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করতে চান। তবে পুতিনের শর্তের কারণে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এক্সিওসকে দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কি ও অন্য অংশগ্রহণকারীদের বলেছেন, তিনি খুব দ্রুত, এমনকি ২২ আগস্টের মধ্যেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। তবে এখনো পর্যন্ত পুতিন প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা বলেননি।
সূত্রগুলোর বরাত দিয়ে আরও বলা হয়েছে, ট্রাম্প ওই বৈঠকে থাকা ইউরোপীয় নেতাদের সোমবারের হোয়াইট হাউস বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে পুতিনের অবস্থান তুলে ধরেন।
ওই দুটি সূত্র আরও জানিয়েছে, পুতিন দাবি করেছেন ইউক্রেন যেন রাশিয়ার দখলকৃত চারটি অঞ্চলের মধ্যে দুটি—দোনেৎস্ক ও লুহানস্ক সম্পূর্ণ ছেড়ে দেয় এবং অন্য দুটি অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়াতে রণক্ষেত্রের বর্তমান অবস্থা অনুসারে যুদ্ধবিরতিতে যায়। রাশিয়া বর্তমানে লুহানস্কের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছে এবং দোনেৎস্কেরও প্রায় তিন-চতুর্থাংশ তাদের হাতে।
অপর একটি সূত্র জানিয়েছে, পুতিন খেরসন ও জাপোরিঝিয়ায় আর অগ্রসর না হওয়ার প্রস্তাবকে ‘ছাড়’ হিসেবে তুলে ধরেছেন। বিনিময়ে ইউক্রেনকে দোনেৎস্ক থেকে সরে যেতে হবে। বাস্তবে অবশ্য রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়ায় অনেক দিন ধরেই কোনো অগ্রগতি করতে পারেনি।
এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষের কাছে এমন ধারণাও গেছে যে পুতিন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি ও খারকিভ অঞ্চলের রাশিয়ার দখলকৃত সামান্য অংশ নিয়ে আলোচনা করতে রাজি হতে পারেন। এই প্রস্তাবে ইউক্রেনের তুলনায় রাশিয়ার নিয়ন্ত্রণে অনেক বেশি এলাকা চলে যাওয়ার কথা বলা হয়েছে। মস্কো হয়তো এটিকে যৌক্তিক বলবে; কারণ, বর্তমানে সামরিকভাবে তারা এগিয়ে আছে। কিন্তু ইউক্রেন প্রায় নিশ্চিতভাবেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
সূত্রমতে, পুতিন আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যেন শান্তিচুক্তির অধীনে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।
এদিকে ট্রাম্প বৈঠকটিকে সফল বলেছেন এবং দাবি করেছেন, তিনি ও পুতিন বেশির ভাগ বিষয়ে একমত হয়েছেন। যদিও দেখা যাচ্ছে, পুতিন তাঁর কঠোর শর্তগুলো থেকেই সরেননি। সূত্রটি আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি চীনকে সম্ভাব্য নিশ্চয়তাদাতা দেশগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এতে ইঙ্গিত মেলে, ন্যাটোর সেনা দিয়ে কোনো নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাবে তিনি আপত্তি করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে শর্তগুলো দিয়েছেন, তাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দুই অঞ্চল পুরোপুরি মস্কোর হাতে ছাড়তে হবে।
স্থানীয় সময় আগামীকাল সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরবর্তী ফোনালাপে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব, এমনকি আগামী শুক্রবারের মধ্যেই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করতে চান। তবে পুতিনের শর্তের কারণে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এক্সিওসকে দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কি ও অন্য অংশগ্রহণকারীদের বলেছেন, তিনি খুব দ্রুত, এমনকি ২২ আগস্টের মধ্যেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। তবে এখনো পর্যন্ত পুতিন প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা বলেননি।
সূত্রগুলোর বরাত দিয়ে আরও বলা হয়েছে, ট্রাম্প ওই বৈঠকে থাকা ইউরোপীয় নেতাদের সোমবারের হোয়াইট হাউস বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে পুতিনের অবস্থান তুলে ধরেন।
ওই দুটি সূত্র আরও জানিয়েছে, পুতিন দাবি করেছেন ইউক্রেন যেন রাশিয়ার দখলকৃত চারটি অঞ্চলের মধ্যে দুটি—দোনেৎস্ক ও লুহানস্ক সম্পূর্ণ ছেড়ে দেয় এবং অন্য দুটি অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়াতে রণক্ষেত্রের বর্তমান অবস্থা অনুসারে যুদ্ধবিরতিতে যায়। রাশিয়া বর্তমানে লুহানস্কের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছে এবং দোনেৎস্কেরও প্রায় তিন-চতুর্থাংশ তাদের হাতে।
অপর একটি সূত্র জানিয়েছে, পুতিন খেরসন ও জাপোরিঝিয়ায় আর অগ্রসর না হওয়ার প্রস্তাবকে ‘ছাড়’ হিসেবে তুলে ধরেছেন। বিনিময়ে ইউক্রেনকে দোনেৎস্ক থেকে সরে যেতে হবে। বাস্তবে অবশ্য রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়ায় অনেক দিন ধরেই কোনো অগ্রগতি করতে পারেনি।
এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষের কাছে এমন ধারণাও গেছে যে পুতিন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি ও খারকিভ অঞ্চলের রাশিয়ার দখলকৃত সামান্য অংশ নিয়ে আলোচনা করতে রাজি হতে পারেন। এই প্রস্তাবে ইউক্রেনের তুলনায় রাশিয়ার নিয়ন্ত্রণে অনেক বেশি এলাকা চলে যাওয়ার কথা বলা হয়েছে। মস্কো হয়তো এটিকে যৌক্তিক বলবে; কারণ, বর্তমানে সামরিকভাবে তারা এগিয়ে আছে। কিন্তু ইউক্রেন প্রায় নিশ্চিতভাবেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
সূত্রমতে, পুতিন আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যেন শান্তিচুক্তির অধীনে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।
এদিকে ট্রাম্প বৈঠকটিকে সফল বলেছেন এবং দাবি করেছেন, তিনি ও পুতিন বেশির ভাগ বিষয়ে একমত হয়েছেন। যদিও দেখা যাচ্ছে, পুতিন তাঁর কঠোর শর্তগুলো থেকেই সরেননি। সূত্রটি আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি চীনকে সম্ভাব্য নিশ্চয়তাদাতা দেশগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এতে ইঙ্গিত মেলে, ন্যাটোর সেনা দিয়ে কোনো নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাবে তিনি আপত্তি করবেন।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে