Ajker Patrika

অর্থনৈতিক মন্দা ও ক্যানসারের টিকা নিয়ে সত্যি হলো বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৯
অর্থনৈতিক মন্দা ও ক্যানসারের টিকা নিয়ে সত্যি হলো বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বুলগেরিয়ার রহস্যময় অন্ধ নারী বাবা ভাঙ্গা। তিনি তাঁর বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা তাঁর জীবদ্দশায় বাস্তবায়িত হয়েছে। তাঁকে এ কারণে অনেক সময় বলকানের নাস্ত্রাদামুসও বলা হয়। সেই বাবা ভাঙ্গা রাশিয়া, জাপান ও ব্রিটেন নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন, যা চলতি বছরের শুরুতেই মিলে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ৯/১১ এর হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, ব্রেক্সিটসহ বেশ কয়েকটি বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা মিলে গিয়েছিল। এবার তাঁর সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি ঘটনা। তিনি চলতি বছরে ক্যানসার টিকা আবিষ্কার, অর্থনৈতিক মন্দার বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা চলতি বছরে এরই মধ্যে দেখা দিয়েছে। 

রাশিয়ার ক্যানসার টিকা সৃষ্টির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। যা চলতি মাসে এসে বাস্তবায়িত হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘আমরা ক্যানসারের টিকা ও নতুন প্রজন্মের ইমিউনোমড্যুলেটরি ড্রাগ আবিষ্কারের খুবই কাছে। আমি আশাবাদী, এগুলো খুব শিগগির কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে এবং ব্যক্তিগত পর্যায়ের চিকিৎসার জন্য বাজারে চলে আসবে।’ 

কথিত আছে, বাবা ভাঙ্গাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৪ সালে এক বিশাল অর্থনৈতিক সংকট দেখা দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। ঋণের মাত্রা বৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটবে। 

এরই মধ্যে জাপান ও যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ব্রিটিশ সরকারের তথ্য-উপাত্তের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমেছে প্রায় দশমিক ৩ শতাংশ। তার আগে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কমেছে দশমিক ১ শতাংশ। 

বিশ্লেষকেরা বলছেন, ডলার ও ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের মান কমা, চলতি বছরে ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার কমানো এবং ব্যবসা খাতে বিনিয়োগকারীরা সরকারের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সুবিধার আবেদনসহ নানা পরিপ্রেক্ষিতে দেশটির অর্থনীতিকে এই সংকোচন চলছে।

এদিকে ব্রিটেনসহ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর মন্দাক্রান্ত দেশের সংখ্যা এখন ২। অপর দেশটি হলো জাপান। গত বছরের শেষ দিকে আকস্মিকভাবে মন্দায় পড়ে যায় জাপান, যার কারণে দেশটির জিডিপি বেশ সংকুচিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের অর্থনীতি চলতি প্রান্তিকেও আরও খাদে পড়তে পারে; বিশেষ করে চীনে জাপানি পণ্যের কম চাহিদা, দেশের অভ্যন্তরে ভোগ কম এবং টয়োটার মতো প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাসের কারণে বিষয়টি ঘটবে। 

জাপানের অর্থনীতি গবেষণাপ্রতিষ্ঠান দাই-ইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ইয়োশিকি শিনকে বলেন, ‘এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় হলো ভোগ ও মূলধন ব্যয়ের মন্থর গতি, যা অভ্যন্তরীণ চাহিদার মূল স্তম্ভ।’ তিনি আরও বলেন, ‘আর প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছাড়া আপাতত অর্থনীতিতে মন্থর গতি অব্যাহত থাকবে।’ 

মন্দাক্রান্ত জাপানকে টপকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জার্মানি মন্দাক্রান্ত জাপানকে টপকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জার্মানি 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জাপানের সরকারি তথ্য থেকে দেখা গেছে, জাপানের মোট দেশজ উৎপাদন বা জিডিপি গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দশমিক ৪ শতাংশ কমেছে। তার আগের প্রান্তিকে জাপানের জিপিডি কমেছিল ৩ দশমিক ৩ শতাংশ। বিশ্লেষকেরা টানা দুই প্রান্তিকে কোনো দেশের জিডিপি কমে যাওয়াকে মন্দা হিসেবেই বিবেচনা করেন। 

তবে টানা দুই প্রান্তিকে কমলেও জাপানের জিডিপি ২০২৩ সালে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০২৩ সালের শেষ নাগাদ জাপানের মোট জিডিপির পরিমাণ ছিল ৪ লাখ ২০ হাজার কোটি ডলার বা ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। কিন্তু গত জানুয়ারির শেষ দিকে প্রকাশিত তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, জার্মানির জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার বা ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে। 

জাপানের অর্থনীতির পতনের পেছনে প্রাথমিকভাবে ডলারের বিপরীতে ইয়েনের তীব্র দরপতন অন্যতম কারণ। ২০২২-২৩ সালে ডলারের বিপরীতে প্রায় জাপানি মুদ্রার মান এক-পঞ্চমাংশ কমে গিয়েছিল। অপর একটি কারণ হলো ব্যাংক অব জাপানের নেতিবাচক সুদের হার বজায় রাখা। এই অবস্থায় দেশটির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ঋণ গ্রহণের খরচ বাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত