
ইন্টারনেটে মিথ্যা তথ্য নিয়ে বিশ্বে ৯১ শতাংশ অল্প বয়সী নারীই উদ্বিগ্ন। এ ধরনের মিথ্যা তথ্যের প্রভাব নিয়ে তারা মানসিক কষ্ট পান, হতাশায় ভোগেন। সেই সঙ্গে নিজের মত প্রকাশের ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন এবং রাজনীতিতে অনাগ্রহী হয়ে পড়েন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এক বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ২৬টি দেশের ২৬ হাজারেরও বেশি কিশোরী ও তরুণীদের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।
প্ল্যানের এই গবেষণায় অংশ নেওয়া প্রতি তিনজন নারীর একজন বলেন, মিথ্যা তথ্য তাঁদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। নারীদের আতঙ্কিত এবং বিষাদগ্রস্ত করে তুলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া পরামর্শমূলক অনুষ্ঠান স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ২৮ শতাংশই কোভিড-১৯ সংক্রান্ত কোনো না কোনো মিথ্যা তথ্য বা কুসংস্কার বিশ্বাস করেছে। ২৫ শতাংশ নারী কোভিড-১৯ এর টিকা নেওয়া উচিত হবে কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত।
জরিপে অংশ নেওয়া ৫ জনের একজন (১৯%) জানিয়েছে, অনলাইনে মিথ্যাচার এত বেশি যে তারা নির্বাচনের ফলাফলকে অবিশ্বাস করেছে। অন্যদিকে ১৮ শতাংশ নারী এই মিথ্যাচারের কারণে রাজনীতি বা সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ হারিয়েছেন। নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে মূলধারার সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন ৪৮ শতাংশ নারী। বাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমেই খবর খুঁজে থাকেন।
জরিপের ফলাফল বলছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশের নারীরাই ইন্টারনেটে মিথ্যা তথ্যের ভুক্তভোগী বেশি। ১০ জনের মধ্যে প্রায় নয়জন নারী (৮৭%) মনে করেন, ইন্টারনেটে ভুল তথ্য দেওয়ার এই প্রবণতা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রতি ১০ জনের ৭ জন মেয়ে (৬৭%) তাদের স্কুলে কখনোই ভুল ও মিথ্যা তথ্য চিহ্নিতকরণ সম্পর্কে পড়েনি।
৬৫ শতাংশ নারী মনে করেন, ফেসবুকেই সবচেয়ে বেশি ভুল ও মিথ্যা তথ্য ছড়ায়। এর পরেই আছে টিকটক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব।
প্ল্যান ইন্টারন্যাশনাল এর জেন্ডার ট্রান্সফরমেটিভ পলিসি’র নির্বাহী পরিচালক ভাগ্যশ্রী ডেংগলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘মেয়েদের নিজেদের সম্পর্কে ধারণা, তারা কোন বিষয়ে গুরুত্ব দেবে এবং তাদের চারপাশের জগতের একটি অবয়ব দেয় ইন্টারনেট। অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার প্রভাব বাস্তব জীবনেও পড়ছে। এটি মেয়েদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেটে নারীদের শরীর, পরিচয় ও আচরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ছবি ও ভিডিও বিকৃত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক প্রোফাইল তৈরি করে এবং নানারকম প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে বিপদ ডেকে আনা হচ্ছে।’
‘মেয়ে আমি সমানে সমান’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী শিশু ও যুবাদের প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে।
গবেষণাটি পরিচালিত হয়েছে ব্রাজিল, কানাডা, কলাম্বিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ইতালি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নেপাল, জর্ডান, ইকুয়েডর, এল সালভেদর, পেরু, বুরকিনা ফাসো, কেনিয়া, মালাওয়ি, টগো এবং জাম্বিয়াতে।
প্ল্যান ইন্টারন্যাশনাল এই জরিপের মাধ্যমে শিশু ও নারীদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইন্টারনেটে মিথ্যা তথ্য নিয়ে বিশ্বে ৯১ শতাংশ অল্প বয়সী নারীই উদ্বিগ্ন। এ ধরনের মিথ্যা তথ্যের প্রভাব নিয়ে তারা মানসিক কষ্ট পান, হতাশায় ভোগেন। সেই সঙ্গে নিজের মত প্রকাশের ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন এবং রাজনীতিতে অনাগ্রহী হয়ে পড়েন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এক বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ২৬টি দেশের ২৬ হাজারেরও বেশি কিশোরী ও তরুণীদের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।
প্ল্যানের এই গবেষণায় অংশ নেওয়া প্রতি তিনজন নারীর একজন বলেন, মিথ্যা তথ্য তাঁদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। নারীদের আতঙ্কিত এবং বিষাদগ্রস্ত করে তুলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া পরামর্শমূলক অনুষ্ঠান স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ২৮ শতাংশই কোভিড-১৯ সংক্রান্ত কোনো না কোনো মিথ্যা তথ্য বা কুসংস্কার বিশ্বাস করেছে। ২৫ শতাংশ নারী কোভিড-১৯ এর টিকা নেওয়া উচিত হবে কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত।
জরিপে অংশ নেওয়া ৫ জনের একজন (১৯%) জানিয়েছে, অনলাইনে মিথ্যাচার এত বেশি যে তারা নির্বাচনের ফলাফলকে অবিশ্বাস করেছে। অন্যদিকে ১৮ শতাংশ নারী এই মিথ্যাচারের কারণে রাজনীতি বা সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ হারিয়েছেন। নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে মূলধারার সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন ৪৮ শতাংশ নারী। বাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমেই খবর খুঁজে থাকেন।
জরিপের ফলাফল বলছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশের নারীরাই ইন্টারনেটে মিথ্যা তথ্যের ভুক্তভোগী বেশি। ১০ জনের মধ্যে প্রায় নয়জন নারী (৮৭%) মনে করেন, ইন্টারনেটে ভুল তথ্য দেওয়ার এই প্রবণতা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রতি ১০ জনের ৭ জন মেয়ে (৬৭%) তাদের স্কুলে কখনোই ভুল ও মিথ্যা তথ্য চিহ্নিতকরণ সম্পর্কে পড়েনি।
৬৫ শতাংশ নারী মনে করেন, ফেসবুকেই সবচেয়ে বেশি ভুল ও মিথ্যা তথ্য ছড়ায়। এর পরেই আছে টিকটক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব।
প্ল্যান ইন্টারন্যাশনাল এর জেন্ডার ট্রান্সফরমেটিভ পলিসি’র নির্বাহী পরিচালক ভাগ্যশ্রী ডেংগলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘মেয়েদের নিজেদের সম্পর্কে ধারণা, তারা কোন বিষয়ে গুরুত্ব দেবে এবং তাদের চারপাশের জগতের একটি অবয়ব দেয় ইন্টারনেট। অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার প্রভাব বাস্তব জীবনেও পড়ছে। এটি মেয়েদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেটে নারীদের শরীর, পরিচয় ও আচরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ছবি ও ভিডিও বিকৃত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক প্রোফাইল তৈরি করে এবং নানারকম প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে বিপদ ডেকে আনা হচ্ছে।’
‘মেয়ে আমি সমানে সমান’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী শিশু ও যুবাদের প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে।
গবেষণাটি পরিচালিত হয়েছে ব্রাজিল, কানাডা, কলাম্বিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ইতালি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নেপাল, জর্ডান, ইকুয়েডর, এল সালভেদর, পেরু, বুরকিনা ফাসো, কেনিয়া, মালাওয়ি, টগো এবং জাম্বিয়াতে।
প্ল্যান ইন্টারন্যাশনাল এই জরিপের মাধ্যমে শিশু ও নারীদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে