আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৬ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
২৬ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৫ ঘণ্টা আগে