আজকের পত্রিকা ডেস্ক

পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।
পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।
বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।
তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।
নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।
নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।
পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।
বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।
তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।
নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।
নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৯ মিনিট আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩ ঘণ্টা আগে