Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১: ৪৫
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১৫ জনের, যা আগের দিনের তুলনায় ৩৬৫ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ২৩৫ জনের, যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩৪৭ জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৫৬৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ২২৪ জন এবং মারা গেছে ৭ লাখ ৮৪ হাজার ৬৮৯ জন। 

দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২০ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৯১ লাখ ৯ হাজার ৯৪ জনের এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৯৭ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৪৩০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ২১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ১২ লাখ ৯৬ হাজার ১৮৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।       

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত