
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল। আজ জোটের বিদায়ী সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। সেই ধারাবাহিকতায় জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এরই মধ্যে সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিও ডি জেনিরোকে।
ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, পুতিনকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে তিনি জোটের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে রাশিয়ায় একটি সম্মেলন করবেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন চাইলে খুব সহজেই ব্রাজিলে যেতে পারবেন।’ তিনি ফার্স্টপোস্টে সাংবাদিককে বলেন, ‘আমি আপনাকে বলছি যে, আমি যদি তখনো ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না।’
এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইউক্রেনের শিশুদের জোর করে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ায় পাচার করার অভিযোগ আনা হয় পুতিনের বিরুদ্ধে। সেই অভিযোগ আমলে নিয়ে আইসিসি তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। চলতি বছর তিনি পরপর দুটি শীর্ষ সম্মেলন—ব্রিকস ও জি-২০-এ যোগ দেননি। শীর্ষ সম্মেলন দুটি যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হলেও ভারত সদস্য নয়। তাই ভারতের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, ব্রাজিল আইসিসির প্রতিষ্ঠাতার লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তি স্বাক্ষরকারী দেশ। তাই চুক্তি অনুসারে ব্রাজিলের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক। আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল। আজ জোটের বিদায়ী সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। সেই ধারাবাহিকতায় জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এরই মধ্যে সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিও ডি জেনিরোকে।
ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, পুতিনকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে তিনি জোটের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে রাশিয়ায় একটি সম্মেলন করবেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন চাইলে খুব সহজেই ব্রাজিলে যেতে পারবেন।’ তিনি ফার্স্টপোস্টে সাংবাদিককে বলেন, ‘আমি আপনাকে বলছি যে, আমি যদি তখনো ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না।’
এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইউক্রেনের শিশুদের জোর করে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ায় পাচার করার অভিযোগ আনা হয় পুতিনের বিরুদ্ধে। সেই অভিযোগ আমলে নিয়ে আইসিসি তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। চলতি বছর তিনি পরপর দুটি শীর্ষ সম্মেলন—ব্রিকস ও জি-২০-এ যোগ দেননি। শীর্ষ সম্মেলন দুটি যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হলেও ভারত সদস্য নয়। তাই ভারতের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, ব্রাজিল আইসিসির প্রতিষ্ঠাতার লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তি স্বাক্ষরকারী দেশ। তাই চুক্তি অনুসারে ব্রাজিলের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক। আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে