
ঢাকা: একই সঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। জন্ম নেওয়া ১০ সন্তানের মধ্যে ৭টি ছেলে ও ৩টি মেয়ে। ওই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল (৩৭)। আজ বুধবার (৮ জুন) এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গোসিয়ামি হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।
এর আগে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গোসিয়ামি একসঙ্গে আট সন্তানের জন্ম দেবেন। কিন্তু গত সোমবার রাতে তিনি একই সঙ্গে ১০ সন্তান জন্ম দেন।
এ ঘটনায় গোসিয়ামি ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন। কারণ, পরীক্ষায় গোসিয়ামির গর্ভে আট সন্তান থাকার বিষয়টি জেনেছিল তারা।
গোসিয়ামির স্বামী তেভোহো সোটেটসি একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি খুবই খুশি, আবেগাপ্লুত।
তিনি আরও জানান, প্রিটোরিয়ায় একটি হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন তার স্ত্রী। বিকেলে হঠাৎ করে ব্যথা অনুভব হলে থাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই গোসিয়ামির গর্ভে একাধিক বাচ্চা থাকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত ছিলেন। এতে দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে।
এ ছাড়া ৬ বছর আগে গোসিয়া যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।
এদিকে প্রসবের পর গোসিয়া গণমাধ্যমকে বলেন, `আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে কোনো নারীর একই সঙ্গে ১০ সন্তান জন্মদানের ঘটনাটি বিশ্ব রেকর্ড হবে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তাঁরা খবরটি সম্পর্কে অবগত আছেন। তাঁরা বিষয়টির সত্যতা খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির ২৫ বছর বয়সী হালিমা চিসে মরক্কোয় হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসেন। হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর গর্ভে সাতটি সন্তান রয়েছে। পরে মরক্কোতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তাঁর গর্ভে সাত সন্তান। মরক্কোতে তাঁর সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি ৯ সন্তানের জন্ম দেন। তাঁর ৯ সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে। আর চারটি ছেলে।

ঢাকা: একই সঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। জন্ম নেওয়া ১০ সন্তানের মধ্যে ৭টি ছেলে ও ৩টি মেয়ে। ওই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল (৩৭)। আজ বুধবার (৮ জুন) এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গোসিয়ামি হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।
এর আগে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গোসিয়ামি একসঙ্গে আট সন্তানের জন্ম দেবেন। কিন্তু গত সোমবার রাতে তিনি একই সঙ্গে ১০ সন্তান জন্ম দেন।
এ ঘটনায় গোসিয়ামি ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন। কারণ, পরীক্ষায় গোসিয়ামির গর্ভে আট সন্তান থাকার বিষয়টি জেনেছিল তারা।
গোসিয়ামির স্বামী তেভোহো সোটেটসি একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি খুবই খুশি, আবেগাপ্লুত।
তিনি আরও জানান, প্রিটোরিয়ায় একটি হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন তার স্ত্রী। বিকেলে হঠাৎ করে ব্যথা অনুভব হলে থাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই গোসিয়ামির গর্ভে একাধিক বাচ্চা থাকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত ছিলেন। এতে দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে।
এ ছাড়া ৬ বছর আগে গোসিয়া যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।
এদিকে প্রসবের পর গোসিয়া গণমাধ্যমকে বলেন, `আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে কোনো নারীর একই সঙ্গে ১০ সন্তান জন্মদানের ঘটনাটি বিশ্ব রেকর্ড হবে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তাঁরা খবরটি সম্পর্কে অবগত আছেন। তাঁরা বিষয়টির সত্যতা খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির ২৫ বছর বয়সী হালিমা চিসে মরক্কোয় হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসেন। হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর গর্ভে সাতটি সন্তান রয়েছে। পরে মরক্কোতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তাঁর গর্ভে সাত সন্তান। মরক্কোতে তাঁর সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি ৯ সন্তানের জন্ম দেন। তাঁর ৯ সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে। আর চারটি ছেলে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৪ ঘণ্টা আগে