
বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় অন্তত ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হামলায় নিহতরা প্রতিবেশী দেশ বেনিনে এক ভয়াবহ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ফরাসি বাহিনী। সেই হামলায় এক ফরাসি নাগরিকসহ বেশ ৯ জন নিহত হন।
ফরাসি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী ‘বারখানে’ বেনিনে আক্রমণের জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে শনাক্ত করতে ড্রোন নিযুক্ত করে। পরে তাঁদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিমান হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করা হয়।
উল্লেখ্য, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশ বেনিনের প্রত্যন্ত উত্তর সীমান্তবর্তী বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ডব্লিউ ন্যাশনাল পার্কের পার্ক রেঞ্জারদের ওপর দুটি হামলায় এ সপ্তাহে নয়জন নিহত হন। এর মধ্যে এক ফরাসি নাগরিকও ছিলেন। তিনি ওই পার্কের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষক ছিলেন।
বেনিনের সরকারি তথ্য অনুসারে, গত মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণে পাঁচ পার্ক রেঞ্জার, এক পার্ক কর্মকর্তা, এক সৈনিক ও এক ফরাসি প্রশিক্ষক নিহত হন। ওই হামলার দুই দিন পর আরেকটি বোমা বিস্ফোরণে পার্কের আরেক কর্মকর্তা নিহত হন।
উল্লেখ্য, বেনিন দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি ছিল। সম্প্রতি সেখানে আল-কায়েদা ও আইএস আইএল (আইএস আইএস)-এর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ ছাড়া নাইজার, বেনিন এবং বুরকিনা ফাসোর ওই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চোরাচালানকারী চক্রও সক্রিয় রয়েছে।

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় অন্তত ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হামলায় নিহতরা প্রতিবেশী দেশ বেনিনে এক ভয়াবহ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ফরাসি বাহিনী। সেই হামলায় এক ফরাসি নাগরিকসহ বেশ ৯ জন নিহত হন।
ফরাসি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী ‘বারখানে’ বেনিনে আক্রমণের জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে শনাক্ত করতে ড্রোন নিযুক্ত করে। পরে তাঁদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিমান হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করা হয়।
উল্লেখ্য, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশ বেনিনের প্রত্যন্ত উত্তর সীমান্তবর্তী বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ডব্লিউ ন্যাশনাল পার্কের পার্ক রেঞ্জারদের ওপর দুটি হামলায় এ সপ্তাহে নয়জন নিহত হন। এর মধ্যে এক ফরাসি নাগরিকও ছিলেন। তিনি ওই পার্কের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষক ছিলেন।
বেনিনের সরকারি তথ্য অনুসারে, গত মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণে পাঁচ পার্ক রেঞ্জার, এক পার্ক কর্মকর্তা, এক সৈনিক ও এক ফরাসি প্রশিক্ষক নিহত হন। ওই হামলার দুই দিন পর আরেকটি বোমা বিস্ফোরণে পার্কের আরেক কর্মকর্তা নিহত হন।
উল্লেখ্য, বেনিন দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি ছিল। সম্প্রতি সেখানে আল-কায়েদা ও আইএস আইএল (আইএস আইএস)-এর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ ছাড়া নাইজার, বেনিন এবং বুরকিনা ফাসোর ওই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চোরাচালানকারী চক্রও সক্রিয় রয়েছে।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
১ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৩ ঘণ্টা আগে