
দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমারসন এমনানগাগওয়া। দেশটির রাষ্ট্রক্ষমতায় এটিই হবে তাঁর শেষ মেয়াদ। তবে বিরোধীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। পর্যবেক্ষকেরাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিম্বাবুয়েতে ২০১৭ সালে এক সেনা অভ্যুত্থানের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর ক্ষমতায় আসেন এমনানগাগওয়া। দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট থাকার পরও বিশ্লেষকেরা ইঙ্গিত দিয়েছিলেন, এবারও ক্ষমতাসীন দল জানু-পিএফ ক্ষমতায় আসবে এবং এমনানগাগওয়া দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। উল্লেখ্য, দলটি ১৯৮০ সালে শ্বেতাঙ্গ শাসনের অবসান হওয়ার পর থেকেই রাষ্ট্রক্ষমতায়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের নির্বাচন কমিশন গতকাল শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে এমনানগাগওয়া নির্বাচনে ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। নির্বাচন কমিশনের চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা এই ফলাফল ঘোষণা করেন।
চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা বলেন, ‘জানু-পিএফ পার্টির এমারসন এমনানগাগওয়া ডাম্বুডজোকে জিম্বাবুয়ের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হচ্ছে।’
বিরোধীরা বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ আনায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। অবশেষে গত শনিবার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরপরই এমনানগাগওয়ার সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে শোভাযাত্রা শুরু করে।
তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে চামিসার দল সিটিজেনস কোয়ালিশনের মুখপাত্র প্রমিজ এমকাওয়ানজি বলেন, তাঁর দল এখনো নির্বাচনের চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেনি। তাঁর দল নির্বাচনকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে। তিনি বলেন, ‘আমরা ফলাফল গ্রহণ করিনি। শিগগিরই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমারসন এমনানগাগওয়া। দেশটির রাষ্ট্রক্ষমতায় এটিই হবে তাঁর শেষ মেয়াদ। তবে বিরোধীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। পর্যবেক্ষকেরাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিম্বাবুয়েতে ২০১৭ সালে এক সেনা অভ্যুত্থানের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর ক্ষমতায় আসেন এমনানগাগওয়া। দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট থাকার পরও বিশ্লেষকেরা ইঙ্গিত দিয়েছিলেন, এবারও ক্ষমতাসীন দল জানু-পিএফ ক্ষমতায় আসবে এবং এমনানগাগওয়া দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। উল্লেখ্য, দলটি ১৯৮০ সালে শ্বেতাঙ্গ শাসনের অবসান হওয়ার পর থেকেই রাষ্ট্রক্ষমতায়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের নির্বাচন কমিশন গতকাল শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে এমনানগাগওয়া নির্বাচনে ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। নির্বাচন কমিশনের চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা এই ফলাফল ঘোষণা করেন।
চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা বলেন, ‘জানু-পিএফ পার্টির এমারসন এমনানগাগওয়া ডাম্বুডজোকে জিম্বাবুয়ের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হচ্ছে।’
বিরোধীরা বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ আনায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। অবশেষে গত শনিবার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরপরই এমনানগাগওয়ার সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে শোভাযাত্রা শুরু করে।
তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে চামিসার দল সিটিজেনস কোয়ালিশনের মুখপাত্র প্রমিজ এমকাওয়ানজি বলেন, তাঁর দল এখনো নির্বাচনের চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেনি। তাঁর দল নির্বাচনকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে। তিনি বলেন, ‘আমরা ফলাফল গ্রহণ করিনি। শিগগিরই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে