
ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।
দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের।
এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।
দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের।
এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে