নাদিয়া ফারহীন

প্রচণ্ড গরমে আমাদের শরীরে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। হিট স্ট্রোক সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত, কিন্তু এই গরমে হিট স্ট্রোক ছাড়াও আরও কয়েক ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয়। সেগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
হিট ক্র্যাম্প: অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যাওয়ায় মাংসপেশি দুর্বল হয়ে যায়। তখন শরীর চিবানো শুরু করে।
হিট এক্সহসন: প্রচণ্ড গরমের প্রভাবে এই সমস্যা হঠাৎ দেখা দেবে এমন না। বেশ কয়েক দিন টানা গরমের কারণেও হতে পারে। প্রচণ্ড দুর্বল লাগা, বমি বমি ভাব, ঝিমুনি, তীব্র মাথাব্যাথা, অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ।
হিট স্ট্রোক: এই পর্যায়ে রোগীর ঘামের বদলে চামড়া শুকনো লালচে হয়ে যায়, নাড়ির গতি (পালস রেট) অনেক বেড়ে যায়। রোগী এলোমেলো কথা বলতে থাকেন বা জ্ঞান হারান। এটি হলে ধীরে ধীরে শরীরের ভেতরের অঙ্গগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলতে (অর্গান ফেইলিউর) পারে।
করণীয়
• এ সময়টায় একান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হতে চেষ্টা করুন।
• বের হওয়ার সময় প্রয়োজনীয় মাত্রায় সানস্ক্রিন ব্যবহার করুন।
• সঙ্গে ছাতা ও ঠান্ডা পানি রাখুন।
• ব্যাগে ওরস্যালাইনের প্যাকেট রাখুন, যাতে প্রয়োজনে বানিয়ে খাওয়া যায়।
• আঁটসাঁট কাপড় যতটা সম্ভব পরিহার করে হালকা, ঢিলেঢালা কাপড় পড়ুন।
• প্রচণ্ড রোদে শিশুদের বাহিরে খেলতে না পাঠানোই শ্রেয়। তবু বাইরে যেতে প্রয়োজন হলে ত্বকে সানস্ক্রিন মাখিয়ে দিন। মাথায় পরার জন্য ক্যাপ ও যথেষ্ট পরিমাণ খাবার পানি সঙ্গে দিয়ে দিন।
নাদিয়া ফারহীন, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রচণ্ড গরমে আমাদের শরীরে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। হিট স্ট্রোক সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত, কিন্তু এই গরমে হিট স্ট্রোক ছাড়াও আরও কয়েক ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয়। সেগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
হিট ক্র্যাম্প: অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যাওয়ায় মাংসপেশি দুর্বল হয়ে যায়। তখন শরীর চিবানো শুরু করে।
হিট এক্সহসন: প্রচণ্ড গরমের প্রভাবে এই সমস্যা হঠাৎ দেখা দেবে এমন না। বেশ কয়েক দিন টানা গরমের কারণেও হতে পারে। প্রচণ্ড দুর্বল লাগা, বমি বমি ভাব, ঝিমুনি, তীব্র মাথাব্যাথা, অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ।
হিট স্ট্রোক: এই পর্যায়ে রোগীর ঘামের বদলে চামড়া শুকনো লালচে হয়ে যায়, নাড়ির গতি (পালস রেট) অনেক বেড়ে যায়। রোগী এলোমেলো কথা বলতে থাকেন বা জ্ঞান হারান। এটি হলে ধীরে ধীরে শরীরের ভেতরের অঙ্গগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলতে (অর্গান ফেইলিউর) পারে।
করণীয়
• এ সময়টায় একান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হতে চেষ্টা করুন।
• বের হওয়ার সময় প্রয়োজনীয় মাত্রায় সানস্ক্রিন ব্যবহার করুন।
• সঙ্গে ছাতা ও ঠান্ডা পানি রাখুন।
• ব্যাগে ওরস্যালাইনের প্যাকেট রাখুন, যাতে প্রয়োজনে বানিয়ে খাওয়া যায়।
• আঁটসাঁট কাপড় যতটা সম্ভব পরিহার করে হালকা, ঢিলেঢালা কাপড় পড়ুন।
• প্রচণ্ড রোদে শিশুদের বাহিরে খেলতে না পাঠানোই শ্রেয়। তবু বাইরে যেতে প্রয়োজন হলে ত্বকে সানস্ক্রিন মাখিয়ে দিন। মাথায় পরার জন্য ক্যাপ ও যথেষ্ট পরিমাণ খাবার পানি সঙ্গে দিয়ে দিন।
নাদিয়া ফারহীন, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
২ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
২ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
২ দিন আগে