অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।

গর্ভধারণের পর প্রতিটি নারীর কিছু না কিছু সমস্যা হয়। সেগুলোর মধ্যে আছে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, নানান রকম খাবার খেতে ইচ্ছে করা, মনমেজাজের চড়াই-উতরাই ইত্যাদি। বিভিন্ন মাত্রায় সমস্যা কম-বেশি সব গর্ভবতীরই হয়।
এ সময় কারও মুখে বেশি লালা জমে। এমন গাঢ় লালা জমলে বিব্রত হওয়ার মতো ব্যাপার ঘটে। এটা অনেক সময় অপ্রত্যাশিতও বটে। এমন সমস্যা হলে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলে ট্যায়ালিজম। আবার একে সিয়ালরিয়াও বলা হয়।
এমন হলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালা ঝরে। তার পরিমাণ লিটার খানেকও হতে পারে। এ সময় কেউ অবিরাম থুতু ফেলেন, কেউ গিলে ফেলেন। আর এতে বমি ভাবও হয়। এ পরিস্থিতি হতে পারে গর্ভের প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে। এরপর অনেকের তা নিজে থেকে চলে যায়, কারও রয়ে না। বলে রাখি, অনেকের গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসেবে মুখে লালা জমতে পারে। সে লালার জন্যই বারবার থুতু ফেলতে হয়। মুখে আসে তেতো ভাব।
কিন্তু এমন হওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও কিছু ধারণা পাওয়া যায়। এর একটি কারণ হিসেবে হরমোনের পরিবর্তনের কথা বলা হয়। অনেক নারীর এ সময় খুব বমি হয় বা বুক জ্বালা করে। তাই শরীর এ থেকে বিশেষ করে খাদ্যনালিকে রক্ষার জন্য বেশি লালা ক্ষরণ করে।
এ অবস্থা সামাল দেওয়ার কিছু কৌশল আছে। সেগুলো জানা থাকা ভালো।
তবে দাঁতের চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার কথা ভুলবেন না।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৩ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে