ফ্যাক্টচেক ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চুরি হয়েছে— এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
ভিডিওতে দুজন ব্যক্তিকে কান্না করতে দেখা যায়। তাঁদের একজনকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমার ৭০ গ্রাম স্বর্ণ নিয়ে নিয়েছে। প্যাকেটগুলো দিয়েছে শুধু আমাকে।’ তিনি আরও জানান, তিনি সিঙ্গাপুর থেকে এসেছেন।
‘Emamul Islam’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ মার্চ রাত ১১টা ৫৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চু*রি, লাল স্বাধীনতা কেমন লাগছে?’ (বানান অপরিবর্তিত)
আজ রোববার দুপুর ১টা ৩০ পর্যন্ত ৫ লাখ ৩২ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার ২০০টি রিঅ্যাকশন পড়েছে। এটিতে ২৯৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯ হাজার ১০০। এই ভিডিওটি পুরোনো উল্লেখ করে অনেকেই কমেন্ট করেছেন। আবার অনেকে এটি সাম্প্রতিক সময়ের ঘটনা উল্লেখ করেছেন।
রাশেদুল ইসলাম সেতু নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘কি এক অবস্থা চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি খুন ধর্ষণ অপহরণ মিথ্যা মামলা অগ্নি সংযোগ ভাংচুর মারামারি ইত্যাদি ইত্যাদি। সরকার বা শাসক মণ্ডলী দূর্বল ও অযোগ্য হলে প্রতিনিয়ত অপরাধ বেশি সংঘটিত হয় এগুলো তার জলন্ত উদাহরণ।’ (বানান অপরিবর্তিত)
Jahirul Islam লিখেছে, ‘রেমিট্যান্স যোদ্ধারা এখন কেমন স্বাধীনতা ভোগ করছো।’ (বানান অপরিবর্তিত)
Mamun Miah, Riduwan Sikder, Matin Khan ও Taj Uddin নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘আমিরাত বার্তা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে (আর্কাইভ) ছড়িয়ে পড়া ভিডিওর তরুণীকে দেখা যায়। ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবর পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে কান্নারত ব্যক্তির মুখমণ্ডল, চেহারা, পোশাক, আশেপাশের পরিবেশের সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সে সময় বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চুরির ঘটনা এটি।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ অক্টোবর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৬ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী যাত্রী তাঁদের সঙ্গে থাকা স্বর্ণ চুরির অভিযোগ করেন। সেই ঘটনায় সেই দুই যাত্রী বিমানবন্দরেই কান্নাকাটি করেন।
একই তথ্যে ২০২৩ সালের ১৬ অক্টোবর যমুনা টেলিভিশন, সময় টিভিতেও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চুরির বিষয়ে দেশিয় গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ চুরি গেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী তাঁদের স্বর্ণ চুরির অভিযোগ করে কান্নাকাটির ভিডিও এটি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চুরি হয়েছে— এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
ভিডিওতে দুজন ব্যক্তিকে কান্না করতে দেখা যায়। তাঁদের একজনকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমার ৭০ গ্রাম স্বর্ণ নিয়ে নিয়েছে। প্যাকেটগুলো দিয়েছে শুধু আমাকে।’ তিনি আরও জানান, তিনি সিঙ্গাপুর থেকে এসেছেন।
‘Emamul Islam’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ মার্চ রাত ১১টা ৫৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চু*রি, লাল স্বাধীনতা কেমন লাগছে?’ (বানান অপরিবর্তিত)
আজ রোববার দুপুর ১টা ৩০ পর্যন্ত ৫ লাখ ৩২ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার ২০০টি রিঅ্যাকশন পড়েছে। এটিতে ২৯৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯ হাজার ১০০। এই ভিডিওটি পুরোনো উল্লেখ করে অনেকেই কমেন্ট করেছেন। আবার অনেকে এটি সাম্প্রতিক সময়ের ঘটনা উল্লেখ করেছেন।
রাশেদুল ইসলাম সেতু নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘কি এক অবস্থা চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি খুন ধর্ষণ অপহরণ মিথ্যা মামলা অগ্নি সংযোগ ভাংচুর মারামারি ইত্যাদি ইত্যাদি। সরকার বা শাসক মণ্ডলী দূর্বল ও অযোগ্য হলে প্রতিনিয়ত অপরাধ বেশি সংঘটিত হয় এগুলো তার জলন্ত উদাহরণ।’ (বানান অপরিবর্তিত)
Jahirul Islam লিখেছে, ‘রেমিট্যান্স যোদ্ধারা এখন কেমন স্বাধীনতা ভোগ করছো।’ (বানান অপরিবর্তিত)
Mamun Miah, Riduwan Sikder, Matin Khan ও Taj Uddin নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘আমিরাত বার্তা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে (আর্কাইভ) ছড়িয়ে পড়া ভিডিওর তরুণীকে দেখা যায়। ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবর পোস্ট করা হয়েছে। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে কান্নারত ব্যক্তির মুখমণ্ডল, চেহারা, পোশাক, আশেপাশের পরিবেশের সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সে সময় বিমানবন্দর থেকে প্রবাসীর স্বর্ণ চুরির ঘটনা এটি।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ অক্টোবর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৬ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী যাত্রী তাঁদের সঙ্গে থাকা স্বর্ণ চুরির অভিযোগ করেন। সেই ঘটনায় সেই দুই যাত্রী বিমানবন্দরেই কান্নাকাটি করেন।
একই তথ্যে ২০২৩ সালের ১৬ অক্টোবর যমুনা টেলিভিশন, সময় টিভিতেও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চুরির বিষয়ে দেশিয় গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ চুরি গেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী তাঁদের স্বর্ণ চুরির অভিযোগ করে কান্নাকাটির ভিডিও এটি।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২ দিন আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
২ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৪ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৬ দিন আগে