ফ্যাক্টচেক ডেস্ক

চলতি মাসের মাঝামাঝি থেকে ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। গত ১৬ আগস্ট এক্সে ‘Ironclad’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন দাবিতে টুইট করা হয়। টুইটটি আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি দেখা হয়েছে। লাইক পড়েছে ৬ হাজার ৭০০ এবং রিটুইট হয়েছে ৭২৩ বার। এটিই এই দাবি সম্পর্কিত এক্সে সর্বাধিক ভাইরাল টুইট।
‘Ironclad’ এক্স অ্যাকাউন্টটির ইউজার নেম ‘Navcom 24’। টুইটটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এক্স অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত–সংঘর্ষ, কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হয়েছে।
এই অ্যাকাউন্ট থেকেই গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশ থেকে ‘সেভেন সিস্টার্স’ খ্যাত ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ভারতের সংবাদমাধ্যমসহ বেশ কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও এই এক্স অ্যাকাউন্টটি ভুয়া তথ্য ছড়ায় বলে শনাক্ত করেছে। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজেও দাবিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েসাইটে ভ্রমণ বিষয়ক তথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটিতে ভিসামুক্ত প্রবেশের অনুমতি আছে, এমন ৪৬টি দেশের তালিকা পাওয়া যায়। গত বছরের ১৫ নভেম্বর তৈরি করা তালিকাটিতে বাংলাদেশের নাম নেই।
দাবিটির সত্যতা যাচাই করে আজ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নেই।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানাকে উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, গত ১৩ আগস্ট পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসানীতি ঘোষণা করেছেন।
এ ভিসা নীতি অনুসারে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই দেশগুলোর নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য পাসপোর্টই যথেষ্ট। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা অন অ্যারাইভালের (পৌঁছার পর বিমানবন্দর ইমিগ্রেশনে দেওয়া ভিসা) জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা ইলেকট্রনিক ভিসা পাবেন।
এর আগে গত ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবের অনুমতি দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ১২৬টি দেশের পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন ভিসা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এই দেশগুলোর ব্যবসায়ী ও পর্যটকদের কোনো ভিসা ফি দিতে হবে না। প্রধানমন্ত্রীর বিবৃতিটি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে।

চলতি মাসের মাঝামাঝি থেকে ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। গত ১৬ আগস্ট এক্সে ‘Ironclad’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন দাবিতে টুইট করা হয়। টুইটটি আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি দেখা হয়েছে। লাইক পড়েছে ৬ হাজার ৭০০ এবং রিটুইট হয়েছে ৭২৩ বার। এটিই এই দাবি সম্পর্কিত এক্সে সর্বাধিক ভাইরাল টুইট।
‘Ironclad’ এক্স অ্যাকাউন্টটির ইউজার নেম ‘Navcom 24’। টুইটটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এক্স অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত–সংঘর্ষ, কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হয়েছে।
এই অ্যাকাউন্ট থেকেই গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশ থেকে ‘সেভেন সিস্টার্স’ খ্যাত ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ভারতের সংবাদমাধ্যমসহ বেশ কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও এই এক্স অ্যাকাউন্টটি ভুয়া তথ্য ছড়ায় বলে শনাক্ত করেছে। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজেও দাবিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েসাইটে ভ্রমণ বিষয়ক তথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটিতে ভিসামুক্ত প্রবেশের অনুমতি আছে, এমন ৪৬টি দেশের তালিকা পাওয়া যায়। গত বছরের ১৫ নভেম্বর তৈরি করা তালিকাটিতে বাংলাদেশের নাম নেই।
দাবিটির সত্যতা যাচাই করে আজ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নেই।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানাকে উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, গত ১৩ আগস্ট পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসানীতি ঘোষণা করেছেন।
এ ভিসা নীতি অনুসারে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই দেশগুলোর নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য পাসপোর্টই যথেষ্ট। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা অন অ্যারাইভালের (পৌঁছার পর বিমানবন্দর ইমিগ্রেশনে দেওয়া ভিসা) জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা ইলেকট্রনিক ভিসা পাবেন।
এর আগে গত ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবের অনুমতি দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ১২৬টি দেশের পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন ভিসা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এই দেশগুলোর ব্যবসায়ী ও পর্যটকদের কোনো ভিসা ফি দিতে হবে না। প্রধানমন্ত্রীর বিবৃতিটি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫