ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। সম্প্রতি দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ ২৪–এর একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন টাইমে উঠে এসেছে শেখ হাসিনার নাম।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
নিউজ ২৪–এর প্রতিবেদনটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। “শেখ হাসিনা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ” নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা। যিনি গত এক দশকে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের উত্থান ঘটিয়েছেন। জানানো হয়, দেশটির রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন।’
দাবিটির সত্যতা যাচাইয়ে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্প্রতি শেখ হাসিনা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। ম্যাগাজিনটিতে সর্বশেষ গত ৩ অক্টোবর শেখ হাসিনা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে কীভাবে ‘অবিশ্বাস্যভাবে’ প্রত্যাবর্তন করতে পারেন সে সম্পর্কে।
পরে নিউজ ২৪–এর প্রতিবেদনটি সম্পর্কে কি–ওয়ার্ড সার্চে নিউজ ২৪–এর ইউটিউব চ্যানেলে গত বছরের ৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির হুবহু মিল পাওয়া যায়।
এ থেকেই নিশ্চিত হওয়া যায়, টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম আসার পুরোনো প্রতিবেদনকেই সাম্প্রতিক ঘটনা দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেইট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনটি করেন ম্যাগাজিনটির জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। ওই বছরের সেপ্টেম্বরের শুরুতেই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারটির সারমর্মে টাইমের প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসা পাঁচটি বিষয় তুলে ধরে। এর মধ্যে আছে, শেখ হাসিনা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা দেখেন না। তিনি মনে করেন, বিএনপি একটি ‘সন্ত্রাসী দল’ এবং দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না। সাক্ষাৎকার দেওয়ার সময় শেখ হাসিনা উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদানের ব্যাপারে আশাবাদী ছিলেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সমালোচনায় ক্ষুব্ধ ছিলেন হাসিনা ও তিনি বিশ্বাস করেন, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু সংকট মোকাবিলায় আরও সহায়তা দেওয়া।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। সম্প্রতি দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ ২৪–এর একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন টাইমে উঠে এসেছে শেখ হাসিনার নাম।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
নিউজ ২৪–এর প্রতিবেদনটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। “শেখ হাসিনা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ” নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা। যিনি গত এক দশকে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের উত্থান ঘটিয়েছেন। জানানো হয়, দেশটির রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন।’
দাবিটির সত্যতা যাচাইয়ে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্প্রতি শেখ হাসিনা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। ম্যাগাজিনটিতে সর্বশেষ গত ৩ অক্টোবর শেখ হাসিনা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে কীভাবে ‘অবিশ্বাস্যভাবে’ প্রত্যাবর্তন করতে পারেন সে সম্পর্কে।
পরে নিউজ ২৪–এর প্রতিবেদনটি সম্পর্কে কি–ওয়ার্ড সার্চে নিউজ ২৪–এর ইউটিউব চ্যানেলে গত বছরের ৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির হুবহু মিল পাওয়া যায়।
এ থেকেই নিশ্চিত হওয়া যায়, টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম আসার পুরোনো প্রতিবেদনকেই সাম্প্রতিক ঘটনা দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেইট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনটি করেন ম্যাগাজিনটির জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। ওই বছরের সেপ্টেম্বরের শুরুতেই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারটির সারমর্মে টাইমের প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসা পাঁচটি বিষয় তুলে ধরে। এর মধ্যে আছে, শেখ হাসিনা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা দেখেন না। তিনি মনে করেন, বিএনপি একটি ‘সন্ত্রাসী দল’ এবং দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না। সাক্ষাৎকার দেওয়ার সময় শেখ হাসিনা উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদানের ব্যাপারে আশাবাদী ছিলেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সমালোচনায় ক্ষুব্ধ ছিলেন হাসিনা ও তিনি বিশ্বাস করেন, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু সংকট মোকাবিলায় আরও সহায়তা দেওয়া।
ড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৭ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৮ দিন আগেসম্প্রতি মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সেটিতে দুই তরুণের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা, ‘নাস্তিক আজহারী বিয়ে বাড়ির ডান্স।’
৮ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতনের পর জনসাধারণের আনীত অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী ল
৯ দিন আগে