জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুরে নির্বাচনী বিরিয়ানি বিক্রির ধুম পড়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সবকটি রেস্তোরাঁয় সকাল থেকে বিকেল পর্যন্ত বিরিয়ানি বিক্রির হিড়িক পড়ে। শহরের কয়েকটি রেস্তোরাঁ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
দেখা যায়, শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থী তাঁদের কর্মী ও সমর্থকদের জন্য বিরিয়ানি কিনছেন। অর্ডার পাওয়ার পর বিরিয়ানির প্যাক তৈরি করা হচ্ছে। রেস্তোরাঁয় দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীরা প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের প্রায় সবকটি রেস্তোরাঁয়।
রেস্তোরাঁগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন সকাল থেকে দিনভর নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে স্ব স্ব কর্মী-সমর্থকেরা এসেছেন মনোনয়ন দাখিলের জন্য। মনোনয়নপত্র দাখিলের পর অধিকাংশ প্রার্থী তাদের সমর্থকদের জন্য বিরিয়ানির আয়োজন করেন। প্রচণ্ড ভিড়ে যারা রেস্তোরাঁয় বসার আসন পান না তাঁরা রেস্তোরাঁ থেকে বিরিয়ানি কিনে অন্য স্থানে খাওয়ার ব্যবস্থা করে। অনেকে অগ্রিম বিরিয়ানির অর্ডার দেন। অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি সরবরাহ করা হয়।
শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁর মালিক মকবুল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথপুরর প্রতিটি স্থানীয় নির্বাচনে মনোনয়ন দাখিলের দিন শহরে প্রার্থী সমর্থকদের ঢল নামে। মনোনয়ন দাখিল শেষ হয়ে গেলে, প্রার্থীরা তাঁদের সঙ্গে আসা লোকজনের জন্য বিরিয়ানির আয়োজন করেন।’
তিনি আরও বলেন, ‘অনেকে অগ্রিম অর্ডার দেন। আমরা অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি ডেলিভারি করি। এদিনের মতো অন্য কোনো দিন এত বিরিয়ানি বিক্রি হয় না। ওই দিন জমজমাট বিক্রি হয়।’ বৃহস্পতিবার ৮ হাজার বিরিয়ানি বিক্রি করেন বলেও জানান তিনি।
একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জানান, মনোনয়ন দাখিলের উৎসবে লোকজন ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে সদরে ছুটে আসেন। তাই তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আমরা প্রার্থীকে বলেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথপুরে নির্বাচনী বিরিয়ানি বিক্রির ধুম পড়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সবকটি রেস্তোরাঁয় সকাল থেকে বিকেল পর্যন্ত বিরিয়ানি বিক্রির হিড়িক পড়ে। শহরের কয়েকটি রেস্তোরাঁ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
দেখা যায়, শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থী তাঁদের কর্মী ও সমর্থকদের জন্য বিরিয়ানি কিনছেন। অর্ডার পাওয়ার পর বিরিয়ানির প্যাক তৈরি করা হচ্ছে। রেস্তোরাঁয় দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীরা প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের প্রায় সবকটি রেস্তোরাঁয়।
রেস্তোরাঁগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন সকাল থেকে দিনভর নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে স্ব স্ব কর্মী-সমর্থকেরা এসেছেন মনোনয়ন দাখিলের জন্য। মনোনয়নপত্র দাখিলের পর অধিকাংশ প্রার্থী তাদের সমর্থকদের জন্য বিরিয়ানির আয়োজন করেন। প্রচণ্ড ভিড়ে যারা রেস্তোরাঁয় বসার আসন পান না তাঁরা রেস্তোরাঁ থেকে বিরিয়ানি কিনে অন্য স্থানে খাওয়ার ব্যবস্থা করে। অনেকে অগ্রিম বিরিয়ানির অর্ডার দেন। অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি সরবরাহ করা হয়।
শহরের পৌর পয়েন্টের এক রেস্তোরাঁর মালিক মকবুল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথপুরর প্রতিটি স্থানীয় নির্বাচনে মনোনয়ন দাখিলের দিন শহরে প্রার্থী সমর্থকদের ঢল নামে। মনোনয়ন দাখিল শেষ হয়ে গেলে, প্রার্থীরা তাঁদের সঙ্গে আসা লোকজনের জন্য বিরিয়ানির আয়োজন করেন।’
তিনি আরও বলেন, ‘অনেকে অগ্রিম অর্ডার দেন। আমরা অর্ডার অনুয়ায়ী বিরিয়ানি ডেলিভারি করি। এদিনের মতো অন্য কোনো দিন এত বিরিয়ানি বিক্রি হয় না। ওই দিন জমজমাট বিক্রি হয়।’ বৃহস্পতিবার ৮ হাজার বিরিয়ানি বিক্রি করেন বলেও জানান তিনি।
একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জানান, মনোনয়ন দাখিলের উৎসবে লোকজন ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে সদরে ছুটে আসেন। তাই তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আমরা প্রার্থীকে বলেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫