Ajker Patrika

নিজ উদ্যোগে সেতু নির্মাণ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
নিজ উদ্যোগে সেতু নির্মাণ

পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতার উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের স্বনির্ভর শাখা খালের ওপারে ৪৫ ফুট সেতু নির্মাণ করা হয়। তিন গ্রামের হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম খালের ওপর এই নির্মিত সেতুটি।

সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং সাধারণ লোকজন। নিজেদের ঘাম আর শ্রমেই ৪৫ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থবিশিষ্ট এ ঝুলন্ত সেতু নির্মাণ শেষে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় জলিল শেখ বলেন, ‘সাংবাদিক ও আওয়ামী লীগ নেতার উদ্যোগে এই সেতু নির্মাণ করা হয়। এলাকার মানুষের দুর্ভোগ শেষ হলো।’

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন হাওলাদার বলেন, ‘সেতুটি নির্মাণে ৪০ হাজার টাকা ব্যয় হয়। সেতু সম্পূর্ণ করতে হলে এখনো ২০ হাজার টাকা প্রয়োজন।’

স্থানীয় সাংবাদিক মারুফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কবে হবে তা অনিশ্চিত। দুর্ভোগ লাগবে নিজেরাই ঝুলন্ত সেতু নির্মাণ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত