
গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।

গত শুক্রবার রাতের ঘটনা। ‘রক অ্যান্ড রিদম ৩.০’ কনসার্ট চলছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। রাজধানীতে প্রায়ই রক কনসার্টের আয়োজন হয়। তবে এই কনসার্ট অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। দর্শকদের জন্য তো অবশ্যই, ব্যান্ডগুলোর জন্যও বিশেষ। কারণ যে ১২টি ব্যান্ড গাইতে এসেছে কনসার্টে, সবাই ট্রিবিউট দেবে তাদের প্রিয় ব্যান্ডকে। কেউ গাইবে লিংকিন পার্ক, নির্ভানা, গানস অ্যান্ড রোজেস, পিংক ফ্লয়েডের গান; কারও কণ্ঠে শোনা যাবে জিমি হেনড্রিক্স, বব ডিলান কিংবা বব মার্লেকে।
প্রিয় ব্যান্ডের পরিবেশনায় প্রিয় শিল্পীর গান শুনতে তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকেরা। বিকেল থেকেই শুরু হয় গিটারের ঝংকার। একপর্যায়ে মঞ্চে ওঠে ব্যান্ড আরবোভাইরাস। দুই দশকের বেশি সময় ধরে দেশের রকগানপ্রেমী তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে তারা। কথা ছিল, এ কনসার্টে আরবোভাইরাস গাইবে লিংকিন পার্ক ও গ্রিন ডে ব্যান্ডের গান। একে একে এ দুই ব্যান্ডের কালজয়ী কিছু গান শুনিয়ে একেবারে শেষমুহূর্তে যা করল আরবোভাইরাস, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
নিজেদের পারফরম্যান্স শেষ হতেই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্ত শেরীফ নিজের গিটারটি শূন্যে তুলে মঞ্চে আছাড় মারতে থাকেন। পাশ থেকে আরেক সদস্য ট্যাম্বারিন ছুড়ে মারেন। সুহার্তের একের পর এক আঘাতে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় গিটার। পুরো ঘটনায় মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেন বাক্রুদ্ধ।
আরবোভাইরাসের এই গিটার ভাঙার ভিডিও শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ব্যান্ডটির এমন কাজের সমালোচনা করছেন। তবে কনসার্টে ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলার দৃশ্য এই প্রথম নয়। এর আগে জিমি হেনড্রিক্স, ব্যান্ড নির্ভানা, গ্রিন ডেসহ বিশ্ববিখ্যাত অনেক ব্যান্ড ও শিল্পী দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য ভরা কনসার্টে নিজেদের বাদ্যযন্ত্র ভেঙেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫