
অন্যের সমালোচনা করতে সিদ্ধহস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের কাজের চেয়ে অন্যের দোষ ধরতেই যেন বেশি আগ্রহী তিনি। বলিউডের অধিকাংশ তারকাই তাঁর নিশানায় এসেছেন। রাজনীতিতেও তিনি প্রকাশ্যেই বিজেপির সমর্থক। নিয়মিত কংগ্রেস নেতাদের তির্যক বাক্যবাণও নিক্ষেপ করেন। অথচ এবার তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন। প্রথমে জয়ললিতা, তারপর ইন্দিরা গান্ধী, বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো রাজনীতিবিদদের চরিত্র করতে কঙ্গনার বেশ উৎসাহ।
কঙ্গনা রনৌতের শেষ সিনেমা ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি মোট খরচের ১০ শতাংশ বক্স অফিস থেকে তুলতে পারেনি। তবে সেসব ভুলে কঙ্গনা মন দিয়েছেন পরিচালনায়।
তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমারজেন্সি’। সিনেমাটির প্রযোজনাও করছেন কঙ্গনা, করেছেন অভিনয়ও। সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।

১৯৭৫ সালের ২৫ জুন। ভারতজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। সেই সময়টাই পর্দায় ফুটিয়ে তোলা হবে। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই সিনেমা। বরং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক সিনেমা, যা নতুন প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে সাহায্য করবে।’
গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক ও টিজার। কঙ্গনার ইন্দিরা গান্ধীর লুক প্রশংসা পেয়েছে। ইন্দিরা গান্ধী কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন—সবই কঙ্গনা রপ্ত করেছেন প্রায় বছরখানেকের প্রস্তুতিতে। বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত জীবন যতটাই সমালোচিত হোক, কঙ্গনা ভারতের মোস্ট ভার্সেটাইল অভিনেত্রীদের একজন।
ইন্দিরা গান্ধীর লুক তৈরির জন্য হলিউড থেকে অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে আনা হয়েছে ভারতে। ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমার জন্য ২০১৮ সালে বাফটা ও অস্কার জিতেছেন ডেভিড মালিনস্কি। কঙ্গনা বলেন, ‘এক বছর সিনেমাটি নিয়ে কাজ করতে করতে বুঝতে পারলাম, এটা আমার চেয়ে ভালো আর কেউ বানাতে পারবে না।’
‘ইমারজেন্সি’ মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে।

অন্যের সমালোচনা করতে সিদ্ধহস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের কাজের চেয়ে অন্যের দোষ ধরতেই যেন বেশি আগ্রহী তিনি। বলিউডের অধিকাংশ তারকাই তাঁর নিশানায় এসেছেন। রাজনীতিতেও তিনি প্রকাশ্যেই বিজেপির সমর্থক। নিয়মিত কংগ্রেস নেতাদের তির্যক বাক্যবাণও নিক্ষেপ করেন। অথচ এবার তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন। প্রথমে জয়ললিতা, তারপর ইন্দিরা গান্ধী, বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো রাজনীতিবিদদের চরিত্র করতে কঙ্গনার বেশ উৎসাহ।
কঙ্গনা রনৌতের শেষ সিনেমা ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি মোট খরচের ১০ শতাংশ বক্স অফিস থেকে তুলতে পারেনি। তবে সেসব ভুলে কঙ্গনা মন দিয়েছেন পরিচালনায়।
তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমারজেন্সি’। সিনেমাটির প্রযোজনাও করছেন কঙ্গনা, করেছেন অভিনয়ও। সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।

১৯৭৫ সালের ২৫ জুন। ভারতজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। সেই সময়টাই পর্দায় ফুটিয়ে তোলা হবে। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই সিনেমা। বরং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক সিনেমা, যা নতুন প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে সাহায্য করবে।’
গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক ও টিজার। কঙ্গনার ইন্দিরা গান্ধীর লুক প্রশংসা পেয়েছে। ইন্দিরা গান্ধী কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন—সবই কঙ্গনা রপ্ত করেছেন প্রায় বছরখানেকের প্রস্তুতিতে। বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত জীবন যতটাই সমালোচিত হোক, কঙ্গনা ভারতের মোস্ট ভার্সেটাইল অভিনেত্রীদের একজন।
ইন্দিরা গান্ধীর লুক তৈরির জন্য হলিউড থেকে অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে আনা হয়েছে ভারতে। ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমার জন্য ২০১৮ সালে বাফটা ও অস্কার জিতেছেন ডেভিড মালিনস্কি। কঙ্গনা বলেন, ‘এক বছর সিনেমাটি নিয়ে কাজ করতে করতে বুঝতে পারলাম, এটা আমার চেয়ে ভালো আর কেউ বানাতে পারবে না।’
‘ইমারজেন্সি’ মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫