Ajker Patrika

বই আলোকিত করে সমাজ

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ৩৪
বই আলোকিত করে সমাজ

ইসলামে শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞানকে আলো আর অজ্ঞতাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। শিক্ষা ও জ্ঞানের সমাজই হচ্ছে আলোকিত সমাজ আর অশিক্ষা ও জ্ঞানহীন সমাজ বাস্তবিক অর্থেই অন্ধকারাচ্ছন্ন। সভ্য, উন্নত ও মানবিক সমাজের পূর্বশর্ত হলো সমাজে জ্ঞান ও শিক্ষার উপস্থিতি। জ্ঞানের অভাব সমাজকে কতটা তমসাচ্ছন্নতায় নিমজ্জমান করে তার অন্যতম দৃষ্টান্ত হলো, খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে মরুময় আরবে মানবেতিহাসের জঘন্যতম আইয়ামে জাহেলিয়া তথা অন্ধকারের যুগ।

সেই অন্ধকারের যুগের অমানিশার চাইতেও গভীর তমসাচ্ছন্নতাকে জ্ঞানের আলোকবর্তিকার মাধ্যমে দূর করে সত্যিকার অর্থে এক আলোকোজ্জ্বল সমাজের গোড়াপত্তন করা হয়েছিল। সেই সমাজে দীর্ঘকালের পুঞ্জীভূত তিমির রেখার মূলোৎপাটনে সর্বপ্রথম যে নির্দেশনা অবতীর্ণ হয়েছিল সেটি হলো—পড়া। কেননা, পড়ার মধ্য দিয়েই অর্জিত হয় শিক্ষা। আর শিক্ষার চূড়ান্ত ফলাফলই জ্ঞান। তাই ঐশী প্রত্যাদেশে বলা হলো—পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

এভাবে অন্ধকারাচ্ছন্ন সমাজকে বদলে দিতে সর্বাগ্রে প্রদত্ত নির্দেশনা সংবলিত যে পবিত্র বাণী, তার পাঁচটি বাক্যের চারটিতেই পড়া, শিক্ষা ও জ্ঞানের বিষয়ের অবতারণা করা হয়েছে। সেই পড়া, শিক্ষা ও জ্ঞান যখন মলাটবদ্ধ রূপ পরিগ্রহ করে, তখন সেটিকেই আমরা বই হিসেবে বিবেচনা করি। ইসলামে বইয়ের মর্যাদাও এখানেই নিহিত। ছয় হাজার ছয় শ ছেষট্টি আয়াত সংবলিত মহান আল্লাহর অমিয় বাণীর সংকলন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই; নির্ভুল এক মহাগ্রন্থ।

কোরআনই সেকালের অন্ধকার সমাজকে আলোকিত করেছিল। তাই কোরআন তো অবশ্যপাঠ্য, এ ছাড়া যেসব বই আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে, তা-ও পড়া আমাদের একান্ত কর্তব্য।

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন,চেয়ারম্যান, ফারসি ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদুরোর মামলাটি যেভাবে ভেস্তে দিতে পারেন তাঁর আইনজীবীরা

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত