নিজস্ব প্রতিবেদক ও কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের নির্যাতনে তাজুল ইসলামের মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে গতকাল বুধবার সকালে চার সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ দিকে, হত্যার ঘটনার সব ধরনের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ নভেম্বরের মধ্যে ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন, ময়নাতদন্ত, অপমৃত্যুর মামলার বিস্তারিত প্রতিবেদন আদালতকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। গত মঙ্গলবার রংপুরের ঘটনার বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন।
গতকাল বুধবার নির্দেশ অনুযায়ী আদালতকে জানানো হয়, ওই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে।
গতকাল দুপুরে বুধবার মুঠোফোনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক ও সহকারী কমিশনার (পরশুরাম জোন) কাজী আরিফুজ্জামান।
তিনি বলেন, সার্বিক বিষয়ে তদন্ত করে কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশ নির্যাতনে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগে বিক্ষুদ্ধ লোকজন জড়ো হয়ে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় হারাগাছ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পৃথক দুইটি মামলা করেছে।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছির বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায় পুলিশ। এ সময় তাজুল ইসলামকে মাদকসেবী ও ব্যবসায়ী সন্দেহে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে মারপিট করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে হ্যান্ডকাফ খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পুলিশ। তাজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।
হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘তাজুল মাদক কারবারি ও মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। ঘটনার দিন তাজুল হেরোইন সেবন করছিলেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। তাঁকে আটকের পর হাতকড়া পরানো হলে তিনি মলত্যাগ করেন। পরে হাতকড়া খুলে সেখানে রেখে চলে আসে পুলিশ। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল মারা গেছেন।’ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন ওসি।
এ দিকে, গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, ডিউপপুলিশ কমিশনার (স্টেট ডিপার্টমেন্ট) আবু সায়েম, হারাগাছ থানা ওসি শওকত আলী সরকার ও ইনস্ট্রাক্টর (তদন্ত) ফিরোজ ওয়াহিদ।
এ সময় পুলিশ কমিশনার নিহতের পরিবারের লোকজন, ঘটনার দিন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের নির্যাতনে তাজুল ইসলামের মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে গতকাল বুধবার সকালে চার সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ দিকে, হত্যার ঘটনার সব ধরনের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ নভেম্বরের মধ্যে ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন, ময়নাতদন্ত, অপমৃত্যুর মামলার বিস্তারিত প্রতিবেদন আদালতকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। গত মঙ্গলবার রংপুরের ঘটনার বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন।
গতকাল বুধবার নির্দেশ অনুযায়ী আদালতকে জানানো হয়, ওই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে।
গতকাল দুপুরে বুধবার মুঠোফোনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক ও সহকারী কমিশনার (পরশুরাম জোন) কাজী আরিফুজ্জামান।
তিনি বলেন, সার্বিক বিষয়ে তদন্ত করে কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশ নির্যাতনে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগে বিক্ষুদ্ধ লোকজন জড়ো হয়ে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় হারাগাছ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পৃথক দুইটি মামলা করেছে।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছির বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায় পুলিশ। এ সময় তাজুল ইসলামকে মাদকসেবী ও ব্যবসায়ী সন্দেহে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে মারপিট করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে হ্যান্ডকাফ খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পুলিশ। তাজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।
হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘তাজুল মাদক কারবারি ও মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। ঘটনার দিন তাজুল হেরোইন সেবন করছিলেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। তাঁকে আটকের পর হাতকড়া পরানো হলে তিনি মলত্যাগ করেন। পরে হাতকড়া খুলে সেখানে রেখে চলে আসে পুলিশ। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল মারা গেছেন।’ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন ওসি।
এ দিকে, গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, ডিউপপুলিশ কমিশনার (স্টেট ডিপার্টমেন্ট) আবু সায়েম, হারাগাছ থানা ওসি শওকত আলী সরকার ও ইনস্ট্রাক্টর (তদন্ত) ফিরোজ ওয়াহিদ।
এ সময় পুলিশ কমিশনার নিহতের পরিবারের লোকজন, ঘটনার দিন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫