Ajker Patrika

হাসুক দুটি চোখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসুক দুটি  চোখ

দুশ্চিন্তা, কাজের চাপ, অনিদ্রা ইত্যাদি কারণে চোখের নিচে কালি পড়তে পারে। এতে চেহারায় ক্লান্তির ছাপ পড়ে। চোখের নিচের এই কালো দাগ দূর করার জন্য কিছু ঘরোয়া উপায় আছে। 

  • শসাকুচির সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর এই প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন। আধা শুকনো হয়ে এলে পানির ঝাপটায় ধুয়ে টিস্য়ু পেপার দিয়ে আলতো করে চেপে মুছে নিন। এবার আমন্ড কিংবা নারকেল লাগান চোখের চারপাশের ত্বকে।    
  • ১ চা-চামচ কফিগুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচে লাগিয়ে রাখুন। আধ শুকনো হয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলতো করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শুতে যাওয়ার আগে চোখের চারপাশে অল্প করে আমন্ড তেল লাগিয়ে নিন। প্রতিদিন ব্যবহার করুন।  
  • টি-ব্যাগ ব্যবহার করার পর তা একটা পিরিচে করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর দুটো টি-ব্যাগ চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের ওপর রেখে দিন। নিয়মিত ব্যবহার করলেই দূর হবে চোখের নিচের কালো দাগ।
  • চোখের কালো দাগ দূর করতে দই খুব ভালো কাজ করে। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপজলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
  • কাঁচা হলুদের সঙ্গে নারকেল তেল ও আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে ভালোভাবে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়তে পারে। শরীরের ক্লান্তি দূর করতে প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুম প্রয়োজন। চোখের নিচের কালি দূর করতে রাত জাগার অভ্যাস এড়িয়ে যেতে হবে।

সূত্র: ফেমিনা ও হেলথলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত