
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা তাপস বাপি দাস। রোববার শেষ হলো লড়াই। কলকাতার এসএসকেএম হাসপাতালে সকাল সাড়ে ৯টা নাগাদ মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ফুসফুসের ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন তাপস বাপি দাস। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। পরে রাজ্য সরকারের তরফ থেকে শিল্পীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিল্পীরাও এগিয়ে আসেন তাপস দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে। বাপি দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে কলকাতায় একাধিক কনসার্ট হয়েছে। বাংলাদেশের ব্যান্ড কমিউনিটিও একটি উদ্যোগ নিয়েছে। আগামী ১৪ জুলাই ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক সেই কনসার্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে কনসার্টের টিকিটও বিক্রি শুরু হয়েছে। কিন্তু সে সময়টুকু আর দিলেন না সবার প্রিয় ‘বাপিদা’। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন পরপারে।
বাপি দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘তাপস দাসের মৃত্যুতে শোকাহত। তিনি ভারতের প্রথম বাংলা রক ব্যান্ড “মহীনের ঘোড়াগুলি”র সদস্য ছিলেন।’ শিল্পীর পরিবার, অনুরাগী এবং কাছের মানুষদের সমবেদনা জানিয়েছেন মমতা। শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের মানুষেরাও।
১৯৭৫ সালে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। ব্যান্ডটির সাতজন প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম তাপস বাপি দাস। মহীনের ঘোড়াগুলির প্রথম গান ‘ভেসে আসে কলকাতা’ লিখেছিলেন তিনি। এরপর ব্যান্ডটির অনেক জনপ্রিয় গান বেরিয়েছে তাঁর কলম থেকে। লেখার পাশাপাশি ব্যান্ডে তিনি গিটার বাজিয়েছেন, গেয়েছেন। ‘মহীন এখন ও বন্ধুরা’ ব্যান্ডের প্রতিষ্ঠাতাও বাপি।

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা তাপস বাপি দাস। রোববার শেষ হলো লড়াই। কলকাতার এসএসকেএম হাসপাতালে সকাল সাড়ে ৯টা নাগাদ মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ফুসফুসের ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন তাপস বাপি দাস। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। পরে রাজ্য সরকারের তরফ থেকে শিল্পীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিল্পীরাও এগিয়ে আসেন তাপস দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে। বাপি দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে কলকাতায় একাধিক কনসার্ট হয়েছে। বাংলাদেশের ব্যান্ড কমিউনিটিও একটি উদ্যোগ নিয়েছে। আগামী ১৪ জুলাই ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক সেই কনসার্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে কনসার্টের টিকিটও বিক্রি শুরু হয়েছে। কিন্তু সে সময়টুকু আর দিলেন না সবার প্রিয় ‘বাপিদা’। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন পরপারে।
বাপি দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘তাপস দাসের মৃত্যুতে শোকাহত। তিনি ভারতের প্রথম বাংলা রক ব্যান্ড “মহীনের ঘোড়াগুলি”র সদস্য ছিলেন।’ শিল্পীর পরিবার, অনুরাগী এবং কাছের মানুষদের সমবেদনা জানিয়েছেন মমতা। শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের মানুষেরাও।
১৯৭৫ সালে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। ব্যান্ডটির সাতজন প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম তাপস বাপি দাস। মহীনের ঘোড়াগুলির প্রথম গান ‘ভেসে আসে কলকাতা’ লিখেছিলেন তিনি। এরপর ব্যান্ডটির অনেক জনপ্রিয় গান বেরিয়েছে তাঁর কলম থেকে। লেখার পাশাপাশি ব্যান্ডে তিনি গিটার বাজিয়েছেন, গেয়েছেন। ‘মহীন এখন ও বন্ধুরা’ ব্যান্ডের প্রতিষ্ঠাতাও বাপি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫