মুফতি আবু আবদুল্লাহ আহমদ

কোরআন তিলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। অসংখ্য হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে।’ (মুসলিম) আরেক হাদিসে তিনি বলেন, ‘যে কোরআন থেকে একটি অক্ষর পাঠ করবে, সে দশটি সওয়াব পাবে।’ (তিরমিজি) বিশেষ করে রমজানে কোরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, ‘রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে...’ (সুরা বাকারা: ১৮৫) রমজানে মহানবী (সা.) অধিক হারে কোরআন তিলাওয়াত করতেন। হাদিসে এসেছে, ‘প্রতি রমজানের রাতে হজরত জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর সঙ্গে দেখা করতেন, এরপর দুজন মিলে কোরআন পড়তেন।’ (বুখারি)
তাই মুসলিম মনীষীরা রমজান মাস এলেই কোরআনের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে যেতেন। কাতাদাহ (রা.) পুরো রমজান মাসে কোরআনের দরস দিতেন। রমজান এলে জুহরি (রহ.) বলতেন, ‘এটা কোরআন তিলাওয়াত ও মানুষকে খাওয়ানোর মাস।’ ইমাম মালিক (রহ.) রমজান মাসে হাদিসের দরস ও অন্যান্য ব্যস্ততা থেকে মুক্ত থেকে অধিক হারে কোরআন তিলাওয়াত করতেন। সুফইয়ান সাওরি (রহ.) রমজানে অন্যান্য নফল ইবাদত বাদ দিয়ে কোরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন। ইমাম আবু হানিফা ও শাফিয়ি (রহ.) প্রতি রমজানে ৬১ বার কোরআন খতম করতেন। (লাতায়িফুল মাআরিফ)
তাই রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আর এই তিলাওয়াতের উদ্দেশ্যই হলো, পবিত্র কোরআনের সুরক্ষা নিশ্চিত করা এবং এর শিক্ষাগুলো বাস্তবজীবনে প্রয়োগ করা। তাই তিলাওয়াতের পাশাপাশি পঠিত আয়াতগুলোর মর্ম অনুধাবন এবং সে অনুযায়ী আমল করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।
মুফতি আবু আবদুল্লাহ আহমদ, ইসলামবিষয়ক গবেষক

কোরআন তিলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। অসংখ্য হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে।’ (মুসলিম) আরেক হাদিসে তিনি বলেন, ‘যে কোরআন থেকে একটি অক্ষর পাঠ করবে, সে দশটি সওয়াব পাবে।’ (তিরমিজি) বিশেষ করে রমজানে কোরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, ‘রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে...’ (সুরা বাকারা: ১৮৫) রমজানে মহানবী (সা.) অধিক হারে কোরআন তিলাওয়াত করতেন। হাদিসে এসেছে, ‘প্রতি রমজানের রাতে হজরত জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর সঙ্গে দেখা করতেন, এরপর দুজন মিলে কোরআন পড়তেন।’ (বুখারি)
তাই মুসলিম মনীষীরা রমজান মাস এলেই কোরআনের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে যেতেন। কাতাদাহ (রা.) পুরো রমজান মাসে কোরআনের দরস দিতেন। রমজান এলে জুহরি (রহ.) বলতেন, ‘এটা কোরআন তিলাওয়াত ও মানুষকে খাওয়ানোর মাস।’ ইমাম মালিক (রহ.) রমজান মাসে হাদিসের দরস ও অন্যান্য ব্যস্ততা থেকে মুক্ত থেকে অধিক হারে কোরআন তিলাওয়াত করতেন। সুফইয়ান সাওরি (রহ.) রমজানে অন্যান্য নফল ইবাদত বাদ দিয়ে কোরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন। ইমাম আবু হানিফা ও শাফিয়ি (রহ.) প্রতি রমজানে ৬১ বার কোরআন খতম করতেন। (লাতায়িফুল মাআরিফ)
তাই রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আর এই তিলাওয়াতের উদ্দেশ্যই হলো, পবিত্র কোরআনের সুরক্ষা নিশ্চিত করা এবং এর শিক্ষাগুলো বাস্তবজীবনে প্রয়োগ করা। তাই তিলাওয়াতের পাশাপাশি পঠিত আয়াতগুলোর মর্ম অনুধাবন এবং সে অনুযায়ী আমল করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।
মুফতি আবু আবদুল্লাহ আহমদ, ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫